IPL 2022: ইডেনে কি হাউসফুল গ্যালারিতেই জোড়া প্লে অফ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উত্তর মহারাজের

ভারত- দঃ আফ্রিকা (India vs South Africa) সিরিজ কি বায়ো বাবলেই হবে? জুনেই ভারত সফরে ৫টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে আসছে দক্ষিণ আফ্রিকা। পাঁচটা ম্যাচ হবে আলাদা আলাদা ভেনুতে।

IPL 2022: ইডেনে কি হাউসফুল গ্যালারিতেই জোড়া প্লে অফ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উত্তর মহারাজের
টিভি নাইন বাংলার মুখোমুখি বোর্ড সভাপতি
Follow Us:
| Edited By: | Updated on: Apr 26, 2022 | 9:23 PM

কলকাতা: ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আইপিএলের (IPL 2022) জোড়া প্লে অফ। ২৪ ও ২৫ মে দুটো প্লে-অফের ম্যাচ হবে ক্রিকেটের নন্দনকাননে। ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর, দুটো প্লে অফেই থাকছে ১০০ শতাংশ দর্শক। অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল প্লে-অফ আর ফাইনালে ১০০ শতাংশ দর্শক হতে পারে। মঙ্গলবার টিভি নাইন বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সেই খবরে শিলমোহর দিলেন বোর্ড (BCCI) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ফলে, কলকাতা তথা বাংলার ক্রিকেট প্রেমীদের জন্য নিঃসন্দেহে সুখবর। কোভিড পরবর্তীতে ইডেনে ম্যাচ হলেও, ১০০ শতাংশ দর্শক প্রবেশ করতে পারেননি। এ বারে সেই বাধা আর রইল না। হাউসফুল ইডেনেই হবে আইপিএলের জোড়া প্লে অফ।

এদিকে বিরাট বিতর্কে ঢুকতে চাইলেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। দীর্ঘদিন অফ ফর্মের রয়েছেন কোহলি। পরপর দুটো ম্যাচেই প্রথম বলে আউট হন। রানের মধ্যে নেই রোহিত শর্মাও। এই দুই অভিজ্ঞ ব্যাটারের অফ ফর্ম নিয়ে মুখ খুলতে চাইলেন না মহারাজ। পুরো বিষয়টাই নির্বাচকদের কাঁধে রাখলেন তিনি।

ভারত- দঃ আফ্রিকা (India vs South Africa) সিরিজ কি বায়ো বাবলেই হবে? জুনেই ভারত সফরে ৫টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে আসছে দক্ষিণ আফ্রিকা। পাঁচটা ম্যাচ হবে আলাদা আলাদা ভেনুতে। বোর্ড সূত্রে খবর শোনা যাচ্ছে ওই সিরিজ থেকেই হয়তো বাবল-মুক্ত রোহিতরা। এ প্রসঙ্গে সৌরভের উত্তর, ‘তখন কোভিড পরিস্থিতি কি রকম থাকে, তা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।’

আরও পড়ুন : East Bengal: সিএবিতে সৌরভের সঙ্গে হঠাৎ বৈঠকে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা