Post Puja Skin Care: পুজোয় মেকআপ করে ত্বকের হাল বেহাল? বিনা পয়সায় হাল ফেরাবেন কী করে?

TV9 Bangla Digital | Edited By: সায়ম কৃষ্ণ দেব

Oct 12, 2024 | 12:00 PM

Post Puja Skin Care: এই সময়ে নিজের ত্বকের জেল্লা বজায় রাখতেই হবে। আর তার জন্য যে অনেক খাটাখাটনি করতে হবে এমনটা মোটেই নয়। বরং বাড়িতে বানানো ফেস প্যাকে ভরসা রাখলেই হবে।

Post Puja Skin Care: পুজোয় মেকআপ করে ত্বকের হাল বেহাল? বিনা পয়সায় হাল ফেরাবেন কী করে?
Image Credit source: Deepak Sethi/E+/Getty Images

Follow Us

পুজো মানেই অনেক স্মৃতি। আর সেই স্মৃতিকে ক্যামেরা বন্দি করে রাখা। আবার সুন্দর সাজগোজের সঙ্গে মানানসই মেকআপ করাটাও গুরুত্বপূর্ণ। নাহলে যে পুরো লুকটাই নষ্ট হয়ে যায়। এদিকে টানা পাঁচ দিন ধরে পুজো। পাঁচ দিন পাঁচ রকমের লুক। মানে আলাদা আলাদা ধরনের মেকআপ। পাঁচ দিনের পুজোর শেষে আপনি যেমন ক্লান্ত, তেমনই কিন্তু ক্লান্ত হয়ে পড়ে আপনার ত্বকও।

সকাল-দুপুর-রাত জেগে, রোদে ঘুরে ঠাকুর দেখা। তার উপরে হরেক রকম প্রসাধনীর পরত রয়েছেই। পুজোর আনন্দে এই ক’দিন অযত্নেই থাকে ত্বক। যার প্রভাব কিন্তু দেখা যায় পুজো শেষ হলেই। তাই পুজো শেষ হলেই ত্বকের হাল ফেরাতে সচেষ্ট হতে হবে, না হলে বড় ক্ষতি হয়ে যেতে পারে। তা ছাড়া দু’দিন পরেই লক্ষ্মী পুজো, তারপরেই আছে কালী পুজো আবার ভাইফোঁটাও। তাই এই সময়ে নিজের ত্বকের জেল্লা বজায় রাখতেই হবে। আর তার জন্য যে অনেক খাটাখাটনি করতে হবে এমনটা মোটেই নয়। বরং বাড়িতে বানানো ফেস প্যাকে ভরসা রাখলেই হবে। কী ভাবে বানাবেন সেই ফেস প্যাক?

উপকরণ –

পাকা কলা – ২টি

মধু – ২ চা চামচ

লেবুর রস – ১ টেবিল চামচ

প্রণালী –

প্রথমে পাকা কলা দুটি চটকে নিন। এবার তার মধ্যে লেবুর রস এবং মধু মিশিয়ে দিন। তার পর মিশ্রণটিকে ভাল করে মুখে মেখে নিন। এবার মিনিট দশেকের জন্য ওই ভাবেই ছেড়ে দিন।

প্যাকটি শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ভাল করে মুখ ধুয়ে নিন। এক দিন অন্তর এক দিন এই প্যাক ব্যবহার করলে ত্বকে জেল্লা ফিরবে ম্যাজিকের মতো। ফল পাবেন মাত্র ৭ দিনেই।

Next Article