Sagardighi: উপনির্বাচনে হারের জের? ব্লক সভাপতির পদ থেকে সরানো হল সাগরদিঘির তৃণমূল প্রার্থী দেবাশিসকে
Sagardighi: জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাংবাদিক বৈঠক থেকে সাগরদিঘি ব্লকের নতুন সভাপতির নাম ঘোষণা করা হল। ঘোষণা করলেন জঙ্গিপুর সংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সাংসদ খলিলুর রহমান এবং চেয়ারম্যান কানাইচন্দ্র মণ্ডল।
মুর্শিদাবাদ: ব্লক সভাপতির পদ থেকে সরানো হল সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনে প্রার্থী দেবাশিস বন্দোপাধ্যায়কে। ব্লক সভাপতি পদে আবার ফিরে এলেন প্রাক্তন ব্লক সভাপতি শামশুল হুদা। জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাংবাদিক বৈঠক থেকে সাগরদিঘি ব্লকের নতুন সভাপতির নাম ঘোষণা করা হল। ঘোষণা করলেন জঙ্গিপুর সংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও সাংসদ খলিলুর রহমান এবং চেয়ারম্যান কানাইচন্দ্র মণ্ডল। সাগরদিঘি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মনোনীত হলেন শামসুল হোদা, যিনি পূর্বে জঙ্গিপুর সংগঠনিক জেলা সাংগঠনিক জেলার সহসভাপতি পদে নিযুক্ত ছিলেন। এ বিষয়ে আরও উল্লেখযোগ্য, এর পূর্ববর্তী সাগরদিঘি ব্লক সভাপতি ছিলেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়, যিনি সাগরদিঘি উপ-নির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ও মনোনীত হয়ে কংগ্রেস ও সিপিএম এর জোট প্রার্থী বায়রন বিশ্বাসের কাছে পরাজিত হন।
যদিও নির্বাচনে হারের কারণকে এই পরিবর্তনের কারণ হিসেবে মানতে নারাজ জেলা নেতৃত্ব এবং আগামী ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে দলকে সমৃদ্ধশালী জন্য এই পরিবর্তন বলে ঘোষণা করেছেন। দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে বর্তমানে জেলা সংগঠনের সম্পাদক হিসেবে নিযুক্ত করা হল।
উল্লেখ্য, দেবাশিসকে যখন সাগরদিঘি উপনির্বাচনের প্রার্থী হিসাবে দাঁড় করিয়েছিল তৃণমূল, তাঁর কাছে রীতিমতো বাজি ছিল জোটকে হারানো। সেই ‘বাজি’তে হেরে গিয়েছেন তিনি। পরাজয়ের পর ব্লক তৃণমূলের দায়িত্ব সামলাচ্ছিলেন। কিন্তু এবার সেই দায়িত্বও গেল। রাজনৈতিক মহলের একাংশের ব্যাখ্যা, সাগরদিঘিতে নতুন করে সংগঠনে জোর দিচ্ছে তৃণমূল, তাতেই এই সিদ্ধান্ত। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ মঙ্গলবারই দলের হারের কারণ প্রসঙ্গে বলেছিলেন, “সেখানে আমাদের নিজেদের দলে স্ট্র্যাটেজির কিছু গন্ডগোল ছিল।” পঞ্চায়েত নির্বাচনের আগে এমনিতেই ভাঙন ইস্যুতে বিধ্বস্ত তৃণমূল। তাই নতুন করে রূপরেখা নির্ধারণেই তৎপর শাসক শিবির। তৃণমূলের নেতার বক্তব্য, “সাগরদিঘির সংগঠনকে আরও মজবুত করতে রাজ্য নেতৃত্বের নির্দেশে এই সিদ্ধান্ত।”