PM Modi in Kuwait: ঘুচবে বেকারত্ব! উপসাগরীয় দেশ থেকে বিনিয়োগ আনতে ‘ম্যাজিক’ মোদীর
PM Modi in Kuwait: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনকালে ভারতে বৈদেশিক বিনিয়োগের পরিমাণ জিসিসি বা গাল্ফ কোঅপারেশন কাউন্সিলের তরফ থেকে বেড়েছে মোট ৮৯ শতাংশ।
নয়াদিল্লি: বিগত এক দশকে ভারতে বেড়েছে উপসাগরীয় দেশগুলির বিনিয়োগের পরিমাণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুয়েত সফরকালীন সময়েই প্রকাশ্যে এল এই রিপোর্ট।
এদিন মোদীর নমো অ্যাপে একটি ইনফোগ্রাফিকের মাধ্যমে তুলে ধরা হয় এই তথ্য। গত দশ বছরে অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনকালে ভারতে বৈদেশিক বিনিয়োগের পরিমাণ জিসিসি বা গাল্ফ কোঅপারেশন কাউন্সিলের তরফ থেকে বেড়েছে মোট ৮৯ শতাংশ।
২০১৪ থেকে ২০২৪ সালের মধ্যে ভারতে জিসিসি বিনিয়োগের পরিমাণ মোট ২৪ হাজার ৫৪১ মিলিয়ন মার্কিন ডলার। যা এর আগে অর্থাৎ ২০০০ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ছিল মাত্র ৩ হাজার ৪৬ মিলিয়ন মার্কিন ডলার।
প্রসঙ্গত, দু’দিনের সফরে কুয়েতে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। সেদেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে হয়েছে দ্বিপাক্ষিক বৈঠক। মূলত, কুুয়েতের যুবরাজ আমির শেখ মেশাল আল-আহমেদ আল-জাবের-আল-সাবাহের আমন্ত্রণে সাড়া দিয়ে সেদেশে পা দিয়েছে প্রধানমন্ত্রী। ৪৩ বছর পর এই প্রথমবার ভারতের কোনও প্রধানমন্ত্রী পাড়ি দিলেন কুয়েতে। এর আগেই সেই রাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এদিন কুয়েতে পৌঁছেই প্রধানমন্ত্রী দেখা করেন সেই দেশে কর্মরত ভারতীয়দের সঙ্গে। উপসাগরীয় কুয়েতকে তকমা দেন ‘ছোট্ট হিন্দুস্তানের’।
উল্লেখ্য, কুয়েতের সঙ্গে ভারতের সম্পর্ক আজকের নয়। উপসাগরের তীরের এই দেশের সঙ্গে বরাবরে মিত্রতা ভারতভূমের। এক সময় এই দেশের রাষ্ট্র মুদ্রা রূপে চল ছিল ভারতীয় মুদ্রার। পরবর্তীতে অবশ্য, কারেন্সি স্মাগলিং-সহ একাধিক অপরাধমূলক কাজ বৃদ্ধির পাওয়ার জেরে তা বন্ধ হয়ে যায়। আর এই প্রসঙ্গ উঠে আসে খোদ মোদীর মুখেও।