Mandermoni: একই ঘরে দুই পুরুষ-এক মহিলা! মন্দারমনির হোটেলে উপপ্রধানের স্বামীর মৃত্যুতদন্তে উঠে এল আলাদাই তত্ত্ব

Mandermoni: শনিবার দেহটি সংরক্ষণ করা ছিল । পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত হবে রবিবার তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে। ঘটনায় মৃতের ভাইপো ও এক বান্ধবীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের  দফায় দফায় জিজ্ঞেসাবাদ করে তথ্য অনুসন্ধান করার চেষ্টায় তদন্তকারীরা। এক রুমের মধ্যে তিন জন উপস্থিত ছিলেন।

Mandermoni: একই ঘরে দুই পুরুষ-এক মহিলা! মন্দারমনির হোটেলে উপপ্রধানের স্বামীর মৃত্যুতদন্তে উঠে এল আলাদাই তত্ত্ব
মৃতের নাম আবুল নাসারImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 22, 2024 | 5:47 PM

পূর্ব মেদিনীপুর:  সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে রহস্যজনক মৃত্যু পর্যটকের। আর তা ঘিরেই ক্রমশ জলঘোলা হচ্ছে ! প্রেমে অশান্তি, নাকি ব্যবসায়ীক অশান্তি, সম্পর্কের টানাপোড়েন, একাধিক বিষয় উঠে আসছে।

আমডাঙার উপপ্রধান সুমাইয়া পারভিনের স্বামী আবুল নাসার নামে বছর চৌত্রিশের এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় মন্দারমনিতে থেকে। আর তা ঘিরেই রহস্য। ইতিমধ্যে পুলিশের পক্ষে একটা অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করেছে।  পরে পরিবারের পক্ষ থেকে যুবকের মা তারুনা বিবি মন্দারমনি থানায় একটি লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে মন্দারমনি পুলিশ।

শনিবার দেহটি সংরক্ষণ করা ছিল । পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত হবে রবিবার তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে। ঘটনায় মৃতের ভাইপো ও এক বান্ধবীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের  দফায় দফায় জিজ্ঞেসাবাদ করে তথ্য অনুসন্ধান করার চেষ্টায় তদন্তকারীরা। এক রুমের মধ্যে তিন জন উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ত্রিকোণ প্রেমের কোনও সম্পর্ক ছিল কিনা, সেটাও খতিয়ে দেখাছে পুলিশ। আবার ব্যবসায়ীক বিষয়টিও খোঁজ করে সুতো বাঁধার চেষ্টা করছে পুলিশ।

যদিও মৃতের পরিবারের দাবি, ধৃত বান্ধবী আসল রহস্যময়ী। পরিবার জানে এই বান্ধবীর সঙ্গে মৃতের ব্যবসায়ীক যোগাযোগ ছিল। কিন্তু কোন ব্যবসা তা স্পষ্ট নয়। ওই  তরুণী জেরায় স্বীকার করেছেন, বছর দুয়েক ধরে ঘনিষ্ঠতা ছিল তাঁর। উত্তর ২৪ পরগনার নৈহাটি লাগোয়া কল্যাণী এক্সপ্রেসওয়ের বিভিন্ন হোটেলে তৃণমূল নেতার সঙ্গে তাঁর যাতায়াত ছিল। ঘটনার রাতে তিনি বাথরুম থেকে বেরিয়ে আবুল ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তবে পরিবারের অভিযোগ, ওই মহিলাকে টোপ হিসাবে ব্য়বহার করা হয়েছে। তাঁদের মন্দারমনিতে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছেয