IND vs AUS, Akash Deep: ফলো-অন আটকানোই লক্ষ্য ছিল না…! পরিকল্পনা জানালেন গাব্বার নায়ক আকাশ দীপ

India vs Australia Test Series: শেষ উইকেটে জসপ্রীত বুমরাকে নিয়ে হার বাঁচানো পার্টনারশিপ গড়েন। ফলো-অন এড়ানোর ফলে অস্ট্রেলিয়া জয় ছিনিয়ে নিতে পারেনি। নয়তো ভারত যা পরিস্থিতি ছিল, হারতেই পারত। কী বলছেন ব্যাট হাতে নজরকাড়া ভারতীয় দলের পেসার আকাশ দীপ?

IND vs AUS, Akash Deep: ফলো-অন আটকানোই লক্ষ্য ছিল না...! পরিকল্পনা জানালেন গাব্বার নায়ক আকাশ দীপ
Image Credit source: Gareth Copley/Getty Images
Follow Us:
| Updated on: Dec 22, 2024 | 5:38 PM

ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের সিরিজ এখন সমতায়। পারথ টেস্ট জিতে অভিযান শুরু করেছিল ভারত। যদিও অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টে হার। ব্রিসেবেনে তৃতীয় টেস্টেও ভারতের পরিস্থিতি সঙ্গীন ছিল। তবে আবহাওয়া এবং বুমরা-আকাশ দীপের দাপটে ম্যাচ ড্র হয়েছে। তিন টেস্টের পর সিরিজ ১-১। এখনও দু-ম্যাচ বাকি। ব্রিসবেন টেস্ট অন্তত ড্র করে ভারতকে বিশ্ব চ্যাম্পিয়নশিপের দৌড়ে রাখার অন্যতম কারিগর আকাশ দীপ। শেষ উইকেটে জসপ্রীত বুমরাকে নিয়ে হার বাঁচানো পার্টনারশিপ গড়েন। ফলো-অন এড়ানোর ফলে অস্ট্রেলিয়া জয় ছিনিয়ে নিতে পারেনি। নয়তো ভারত যা পরিস্থিতি ছিল, হারতেই পারত। কী বলছেন ব্যাট হাতে নজরকাড়া ভারতীয় দলের পেসার আকাশ দীপ?

ব্রিসবেনে আকাশ দীপ শেষ ব্যাটার হিসেবে নামেন। সে সময় টিমের স্কোর ২১৩-৯। ফলো-অন এড়াতে তখনও বাকি ৩৩ রান। জসপ্রীত বুমরার সঙ্গে আকাশ দীপ রুখে না দাঁড়ালে চাপে পড়ত ভারতীয় দল। তবে ফলো অন বাঁচানোই যে একমাত্র লক্ষ্য ছিল না সেটাই পরিষ্কার করেন আকাশ দীপ। সিরিজের চতুর্থ টেস্ট ২৬ ডিসেম্বর থেকে। মেলবোর্নে বক্সিং ডে টেস্টের প্রস্তুতি সারছে ভারত। এর মাঝেই সাংবাদিকদের সঙ্গে এ দিন কথা বলেন আকাশ দীপ।

মেলবোর্ন টেস্টের প্রস্তুতির মাঝে আকাশ দীপ বলেন, ‘আমরা নীচের দিকে ব্যাট করতে নামি। ফলে টিমের জন্য ২০-২৫-৩০ রানের অবদান রাখতে পারলেও সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমি সেই মাইন্ডসেট নিয়েই নেমেছিলাম। আমি শুধুমাত্র ফলো-অন এড়ানোর কথা ভাবছিলাম না। আমার লক্ষ্য ছিল, আউট হব না। ভগবানের ইচ্ছায় আমরা ফলো-অনটাও এড়াতে পেরেছি। এরকম পরিস্থিতি থেকে হার বাঁচাতে পারলে পুরো টিমই আত্মবিশ্বাস পায়। সকলেই আমার ব্যাটিংয়ে আনন্দ পেয়েছে।’

এই খবরটিও পড়ুন

প্যাট কামিন্সের বোলিংয়ে গালি ফিল্ডারের উপর দিয়ে বাউন্ডারি মারেন আকাশ দীপ। সেটাতেই ফলো-অন বাঁচায় ভারত। বিরাট কোহলি, রোহিত শর্মা, গৌতম গম্ভীররা সেলিব্রেশনে মেতে ওঠেন ড্রেসিংরুমে। পরের ডেলিভারিতে প্যাট কামিন্সকে বিশাল ছয় মারেন আকাশ দীপ। যা দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েছিলেন বিরাট কোহলিও।