Systematic investment plan: লক্ষ্মীর ভান্ডার ছেড়ে SIP-তে মন ভারতবাসীর, রিপোর্ট দেখলে চমকে উঠবেন
Systematic investment plan: ইনভেসমেন্ট ইনফরমেশন অ্যান্ড ক্রেডিট রেটিং এজেন্সি(আইসিআরএ) অ্যানালিটিক্স-র একটি রিপোর্ট বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত এসআইপি-র মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ হয়েছে ৯.১৪ লক্ষ কোটি টাকা। ২০২৩ সালে এই সময়ে যা ছিল ২.৭৪ লক্ষ কোটি।
মুম্বই: বাড়িতে ছোট্ট ভাঁড়। সেই ভাঁড়েই আগে সবাই টাকা জমাতেন। ভবিষ্যতে জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য। মা-কাকিমাদের চালের হাঁড়িতে টাকা রাখার কথাও শোনা যায়। কিন্তু, সেসব এখন কমছে। ভবিষ্যতের কথা ভেবে মাসে মাসে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়ছে। ভারতীয়দের মধ্যে গুরুত্ব ক্রমশ বাড়ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের (এসআইপি)।
ঊর্ধ্বমুখী ভারতের অর্থনীতির গতি। এই মুহূর্তে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ ভারত। বিশ্বের তৃতীয় অর্থনীতির দেশ হওয়ার পথে এগিয়ে চলেছে। অর্থনীতির বৃদ্ধির সঙ্গে তাল রেখে সিস্টেমেটিক ইনভেসমেন্ট প্ল্যান (এসআইপি) এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বেড়েছে দেশে। তথ্য বলছে, ২০২৩ সালের তুলনায় এসআইপি ও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ অনেকটাই বেড়েছে।
ইনভেসমেন্ট ইনফরমেশন অ্যান্ড ক্রেডিট রেটিং এজেন্সি(আইসিআরএ) অ্যানালিটিক্স-র একটি রিপোর্ট বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত এসআইপি-র মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ হয়েছে ৯.১৪ লক্ষ কোটি টাকা। ২০২৩ সালে এই সময়ে যা ছিল ২.৭৪ লক্ষ কোটি। ফলে গত বছরের জানুয়ারি থেকে নভেম্বরের তুলনায় চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বরে এসআইপি-তে বিনিয়োগ বেড়েছে ২৩৩ শতাংশ। রিপোর্টে বলা হয়েছে, চলতি বছরের নভেম্বরের শেষে নতুন এসআইপি রেজিস্ট্রেশন বেড়ে হয়েছে ৪৯ লক্ষ ৪৭ হাজার। ২০২৩ সালের নভেম্বরের শেষে যা ছিল ৩০ লক্ষ ৮০ হাজার। এ বছরের নভেম্বরে এসআইপি-র অ্যাসেটস আন্ডার ম্য়ানেজমেন্ট বা মোট সম্পদ দাঁড়িয়েছে ১৩.৫৪ লক্ষ কোটি টাকা। যা গতবছরের নভেম্বরে ছিল ৯.৩১ লক্ষ কোটি টাকা।
সবমিলিয়ে মিউচুয়াল ফান্ডেও বিনিয়োগ গত বছরের তুলনায় অনেকটাই বেড়েছে। গত এক বছরে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বেড়েছে ১৩৫ শতাংশ। আর মোট সম্পদ বেড়েছে ৩৯ শতাংশ। আইসিআরএ অ্যানালিটিক্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড মার্কেট ডেটা অশ্বিনী কুমার বলেন, মিউচুয়াল ফান্ড ক্ষেত্রের আরও বিকাশ হবে আসন্ন বছরগুলিতে। লার্জ ক্যাপ ফান্ডে বিনিয়োগ সবচেয়ে বেশি। অশ্বিনী কুমার বলেন, আগামিদিনে লার্জ এবং মিড ক্যাপ ফান্ডে বিনিয়োগে আরও উৎসাহিত হবেন বিনিয়োগকারীরা।