বিনিয়োগ করলেই দ্বিগুণ টাকা রিটার্ন! পোস্ট অফিসের এই স্কিম একাই সবাইকে দিচ্ছে টক্কর
Post Office Scheme: পোস্ট অফিসে টাকা জমান বহু মানুষ। বিভিন্ন স্কিম রয়েছে পোস্ট অফিসের। এর মধ্যে অন্যতম জনপ্রিয় বিনিয়োগ প্রকল্প হল, কিসান বিকাশ পত্র। এই স্কিমে টাকা রাখলে নিশ্চিত রিটার্ন। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান হওয়ায় আর্থিক প্রতারণার ঝুঁকিও নেই।
নয়া দিল্লি: অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে সেরা উপায় হল বিনিয়োগ। বর্তমানে বিনিয়োগের একাধিক অপশন রয়েছে, কোনটা বেছে নিলে ভাল হবে, কোন বিনিয়োগে ঝুঁকি কম, তা অনেকেই বুঝে উঠতে পারেন না। সেক্ষেত্রে নিশ্চিত রিটার্ন ও বিনিয়োগে ১০০ শতাংশ সুরক্ষার কথা ভাবলে অনেকেই চোখ বুজে পোস্ট অফিসের বিভিন্ন স্কিমের উপরে ভরসা করেন। এমনই এক নির্ভরযোগ্য স্কিমের খোঁজ রইল।
পোস্ট অফিসে টাকা জমান বহু মানুষ। বিভিন্ন স্কিম রয়েছে পোস্ট অফিসের। এর মধ্যে অন্যতম জনপ্রিয় বিনিয়োগ প্রকল্প হল, কিসান বিকাশ পত্র। এই স্কিমে টাকা রাখলে নিশ্চিত রিটার্ন। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান হওয়ায় আর্থিক প্রতারণার ঝুঁকিও নেই।
কিসান বিকাশ পত্রে যদি আপনি ১১৫ মাস অর্থাৎ ৯ বছর ৭ মাসের জন্য বিনিয়োগ করেন, তবে বিনিয়োগের দ্বিগুণ অর্থ রিটার্ন পাবেন।
স্কিমের বৈশিষ্ট্য-
নিশ্চিত রিটার্ন: কিসান বিকাশ পত্র স্কিম বর্তমানে বার্ষিক ৭.৫ শতাংশ হারে সুদ পাওয়া যায়। এই হারে আপনার বিনিয়োগ ১১৫ মাস পর দ্বিগুণ হয়ে যাবে।
সর্বনিম্ন এবং সর্বোচ্চ বিনিয়োগ: এই স্কিমে আপনি মাত্র ১০০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারেন। বিনিয়োগের সর্বাধিক কোনও সীমা নেই। ফলে নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত- সকলেই বিনিয়োগের সুযোগ পান।
কীভাবে কিসান বিকাশ পত্রে বিনিয়োগ করবেন?
আধার কার্ড ও পাসপোর্ট সাইজের ছবি দিয়েই কিসান বিকাশ পত্রে অ্যাকাউন্ট খোলা যায়। ১০ বছরের বেশি বয়সীরাও নিজের নামে কিসান বিকাশ পত্রের অ্যাকাউন্ট খুলতে পারে। একক বা যৌথভাবে এই অ্যাকাউন্ট খোলা যায়।
সুবিধা-
বিনিয়োগের মেয়াদ শেষ হওয়ার আগে আপনার যদি অর্থের প্রয়োজন হয়, তবে আপনি এই স্কিম থেকে টাকা তুলে নিতে পারেন। অ্যাকাউন্ট খোলার আড়াই বছর পরে টাকা তোলা যায়। এছাড়া অ্যাকাউন্টধারীর মৃত্যু হলেও মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই টাকা তুলে নেওয়া যায়।