India vs England: ইডেনেই সামির আন্তর্জাতিক কামব্যাক? ভারত সফরের স্কোয়াডে জো রুট!
England Squad for India Tour: জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির চিকিৎসকদের ছাড়পত্রের অপেক্ষা। বিজয় হাজারে ট্রফিতেও রয়েছেন সামি। এখানে ফিটনেস এবং পারফরম্যান্স দেখাতে পারলে ইংল্যান্ডের বিরুদ্ধেই কামব্যাক হতে পারে সামির। চ্যাম্পিয়ন্স ট্রফির ট্রফির মহড়াও হয়ে যাবে।
মহম্মদ সামির আন্তর্জাতিক কামব্যাক কি ইডেন গার্ডেন্সেই? ভারতীয় দল এখন অস্ট্রেলিয়ায়। চলছে বর্ডার-গাভাসকর ট্রফি। এরপরই ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ। যা শুরু হবে ইডেন গার্ডেন্সে। ভারতীয় ক্রিকেট প্রেমীদের প্রত্যাশা দ্রুতই জাতীয় দলে কামব্যাক হোক মহম্মদ সামির। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির চিকিৎসকদের ছাড়পত্রের অপেক্ষা। বিজয় হাজারে ট্রফিতেও রয়েছেন সামি। এখানে ফিটনেস এবং পারফরম্যান্স দেখাতে পারলে ইংল্যান্ডের বিরুদ্ধেই কামব্যাক হতে পারে সামির। চ্যাম্পিয়ন্স ট্রফির ট্রফির মহড়াও হয়ে যাবে।
ভারতের মাটিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি এবং তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ইংল্যান্ড। এই সফরের পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফিরও স্কোয়াড ঘোষণা করে দিল ইংল্যান্ড। তাদের দলে বিরাট চমক। ক্রমশ টেস্ট স্পেশালিস্ট হয়ে ওঠা জো রুটকে ভারতের বিরুদ্ধে ওয়ান ডে এবং চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রাখা হয়েছে। শেষ বার এই ফরম্যাতে ভারতের মাটিতে গত ওয়ান ডে বিশ্বকাপেই খেলেছিলেন জো রুট।
এত দিন শুধুমাত্র ইংল্যান্ড টেস্ট দলেরই কোচ ছিলেন ব্রেন্ডন ম্যাকালাম। তাঁকে তিন ফরম্যাটেই দায়িত্ব দেওয়া হয়েছে। এই সিরিজ দিয়ে ইংল্যান্ড হোয়াইট বল কোচ হিসেবে অভিষেক হবে ম্যাকালামের। সফর শুরু হচ্ছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি দিয়ে। ২২ জানুয়ারি ইডেন গার্ডেন্সে প্রথম টি-টোয়েন্টি। শেষ ম্যাচ ২ ফেব্রুয়ারি মুম্বইতে। ৬ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ওয়ান ডে সিরিজ। তিন ম্যাচের ওডিআই সিরিজ শেষ ১২ ফেব্রুয়ারি। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি। যদিও সরকারি ভাবে এর সূচি ঘোষণা হয়নি।
এই খবরটিও পড়ুন
ভারত সফরে ওয়ান ডে ও চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড- জস বাটলার (ক্যাপ্টেন), জোফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, জেকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট, সাকিব মাহমুদ, ফিল সল্ট, মার্ক উড।
ঘোষিত টি-টোয়েন্টি স্কোয়াড- জস বাটলার (ক্যাপ্টেন), রেহান আহমেদ, জোফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, জেকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, সাকিব মাহমুদ, ফিল সল্ট, মার্ক উড।