সুন্দরবনের রায়মঙ্গল নদীতে মৎস্যজীবীর জালে ধরা পড়ল ৬ ফুটের সর্পরূপী বিরল প্রজাতির মাছ।
সূত্রের খবর, বসিরহাটের প্রত্যন্ত সুন্দরবনের হিঙ্গলগঞ্জের রায়মঙ্গল নদীতে মৎস্যজীবী অনুপ মণ্ডলের জালে ধরা পড়ল এক বিশাল আকারের মাছ। মাছটি দেখতে কার্যত সাপের মতো।
মাছটির স্থানীয় নাম 'সাত হাতে'। মাছটির বিজ্ঞানসম্মত নাম মোনোপটেরাস কুচিয়া।
মাছটি সাধারণত ভারত ও বাংলাদেশের সুন্দরবন এলাকার নোনা জলের নদীতে দেখা যায়।
মাছটি উদ্ধারের খবর চাউর হতেই গোটা এলাকায় কার্যত শোরগোল পড়ে যায়। এই মাছ দেখার জন্য রায়মঙ্গল নদীর পাড়ে সাধারণ মানুষ ভিড় জমায়।
প্রথমে মাছটি হিঙ্গলগঞ্জের আমবেড়িয়া বাজারে নিয়ে আসা হলে তা দেখার জন্য ভিড় জমে যায়।
মাছটির ওজন প্রায় সাড়ে ৩ কিলো। স্থানীয়দের দাবি, মাছটির কামড়ে মানুষ নড়াচড়া পর্যন্ত করতে পারে না। মাছটি লম্বায় প্রায় ৬ ফুট।
যদিও শেষ পাওয়া আপডেটে মাছটির বিক্রয়মূল্য জানা যায়নি। শেষ পর্যন্ত এটিকে বিক্রির জন্য হাসনাবাদের মৎস্য আড়তে।