AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Skin Care Tips: পুজোর আগে সেলুনে গিয়ে ফেসিয়াল করাবেন? ভুলেও ৪টি করাবেন না, বড় বিপদ হতে পারে

Skin Care: তাৎক্ষণিক মুখের নোংরা পরিষ্কার করে ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে হলে ফেসিয়ালের কোনও বিকল্প নেই। কিন্তু যতই আমরা এই বিউটি ট্রিটমেন্টে অভ্যস্ত হই না কেন, সব ফেসিয়াল সমানভাবে উপকারী নয়। বরং কিছু ক্ষেত্রে ত্বকের ক্ষতিও করতে পারে।

Skin Care Tips: পুজোর আগে সেলুনে গিয়ে ফেসিয়াল করাবেন? ভুলেও ৪টি করাবেন না, বড় বিপদ হতে পারে
| Updated on: Sep 26, 2025 | 3:55 PM
Share

তাৎক্ষণিক মুখের নোংরা পরিষ্কার করে ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে হলে ফেসিয়ালের কোনও বিকল্প নেই। কিন্তু যতই আমরা এই বিউটি ট্রিটমেন্টে অভ্যস্ত হই না কেন, সব ফেসিয়াল সমানভাবে উপকারী নয়। বরং কিছু ক্ষেত্রে ত্বকের ক্ষতিও করতে পারে। বিশেষজ্ঞদের মতে, কিছু পার্লারের ফেসিয়াল ত্বকে জ্বালা, অ্যালার্জি এমনকি স্থায়ী ক্ষতি ডেকে আনতে পারে।

এই বিষয়ে বিশদে নিজের সমাজমাধ্যমে জানিয়েছেন চিকিৎসক শাচি জৈন। তাঁর মতে, “পার্লার ফেসিয়াল বেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে হতে পারে, বিশেষ করে যখন তারা হাইড্রাফেসিয়াল, ডার্মাপ্ল্যানিং, কিংবা কেমিক্যাল পিলের মতো মেডিক্যাল-গ্রেড ট্রিটমেন্ট করার চেষ্টা করে। এসব চিকিৎসা কেবল প্রশিক্ষিত ও লাইসেন্সপ্রাপ্ত ডার্মাটোলজিস্ট বা অ্যাস্থেটিশিয়ানের কাছেই করানো নিরাপদ।”

কোন ৪ ধরনের ফেসিয়াল এড়িয়ে চলা ভাল?

ডাঃ শাচি জৈন সতর্ক করে জানিয়েছেন, কিছু ফেসিয়াল বিশেষত সংবেদনশীল ত্বক বা নির্দিষ্ট সমস্যাযুক্ত ত্বকের জন্য বিপজ্জনক হতে পারে।

ফ্রুট ফেসিয়াল – নাম শুনতে আকর্ষণীয় হলেও এটি ব্রণ বাড়িয়ে দিতে পারে এবং ত্বকের প্রাকৃতিক প্রতিরক্ষা স্তর নষ্ট করতে পারে।

সালন হাইড্রাফেসিয়াল – দাম কম এবং শুনতে ভালো লাগলেও আসল সমস্যা হলো, এতে ব্যবহৃত প্রোডাক্ট বা পরিস্কারকরণ কতটা সঠিকভাবে হচ্ছে তা জানা যায় না।

গোল্ড ফেসিয়াল – ডাঃ শাচির মতে, তিনি এই ফেসিয়াল সবচেয়ে অপছন্দ করেন। কারণ এতে থাকা “শিমার ও ব্লিচ” ত্বকে কেমিক্যাল বার্ন ঘটাতে পারে।

অ্যারোমা ফেসিয়াল – নাম যতই আকর্ষণীয় হোক না কেন, এটি ত্বকের সংবেদনশীলতা, একজিমা, সোরিয়াসিস ও অন্যান্য অ্যালার্জি বাড়াতে পারে।