AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Promise Day 2022: সম্পর্কে আছেন? এই ৫ প্রমিস কিন্তু কখনই নয়…

যে কথা নিজে মেনে চলতে পারবেন না তেমন প্রতিশ্রুতি কিন্তু কখনই সঙ্গীকে দেবেন না। এতে বিবাদ আসতে বাধ্য। বরং সত্যির পথে চলুন। নিতান্তই যদি সমস্যার সমাধান না করতে পারেন তাহলে সেখানেই প্রেমের ইতি টানুন।

| Edited By: | Updated on: Feb 11, 2022 | 10:38 PM
Share
'বিদ্রোহ আর চুমুর দিব্যি শুধু তোমাকেই চাই'। ভালবাসার ভিত্তি হল বিশ্বাস। পাশে আছি- ছোট্ট দুটো শব্দ হলেও তার ব্যাপ্তি কিন্তু অনেকখানি। কোনও দিবসের দোহাই নয়, বরং আজীবন প্রেম থাকুক মন জুড়ে। আর ভরসার হাত থাকুক সঙ্গীর হাতে। ভালবাসতে শেখাটাও কিন্তু জরুরি। সেই সঙ্গে কথা দিয়ে কথা রাখুন। মিথ্যে প্রতিশ্রুতি নয়। বরং প্রতিদিন আরও একটু ভালবাসা মিশুক সম্পর্কের উষ্ণতায়। বরং কিছু প্রতিশ্রুতি সম্পর্কে না রাখাই ভাল।

'বিদ্রোহ আর চুমুর দিব্যি শুধু তোমাকেই চাই'। ভালবাসার ভিত্তি হল বিশ্বাস। পাশে আছি- ছোট্ট দুটো শব্দ হলেও তার ব্যাপ্তি কিন্তু অনেকখানি। কোনও দিবসের দোহাই নয়, বরং আজীবন প্রেম থাকুক মন জুড়ে। আর ভরসার হাত থাকুক সঙ্গীর হাতে। ভালবাসতে শেখাটাও কিন্তু জরুরি। সেই সঙ্গে কথা দিয়ে কথা রাখুন। মিথ্যে প্রতিশ্রুতি নয়। বরং প্রতিদিন আরও একটু ভালবাসা মিশুক সম্পর্কের উষ্ণতায়। বরং কিছু প্রতিশ্রুতি সম্পর্কে না রাখাই ভাল।

1 / 5
আমি তোমায় ছেড়ে যাব না  এমন কথা কিন্তু অনেকেই বলেন। সম্পর্ক তৈরি হওয়ার আগেই তাঁরা সঙ্গীকে দিয়ে থাকেন এমন প্রতিশ্রুতি। আপনাদের সম্পর্ক কতখানি পোক্ত হবে কিংবা তার আয়ু কতদিন তা কিন্তু সময় বলে। প্রত্যেক সম্পর্কেই ওঠা-পড়া থাকে। নিজস্ব মতামত থাকে। আর তাই এমন কথা না বলাই ভাল।

আমি তোমায় ছেড়ে যাব না এমন কথা কিন্তু অনেকেই বলেন। সম্পর্ক তৈরি হওয়ার আগেই তাঁরা সঙ্গীকে দিয়ে থাকেন এমন প্রতিশ্রুতি। আপনাদের সম্পর্ক কতখানি পোক্ত হবে কিংবা তার আয়ু কতদিন তা কিন্তু সময় বলে। প্রত্যেক সম্পর্কেই ওঠা-পড়া থাকে। নিজস্ব মতামত থাকে। আর তাই এমন কথা না বলাই ভাল।

2 / 5
তোমায় কখনও আঘাত দেব না  কেউ চান না যেচে কোনও মানুষকে আঘাত দিতে। সুসম্পর্ক বজায় রাখাই কিন্তু একমাত্র উদ্দেশ্য। তবুও পরিস্থিতির চাপে ছন্দপতন হতেই পারে। প্রতিদিনের বাগবিতণ্ডার চাইতে নিজের মত সুখে থাকা অনেক শ্রেয়। তবুও সম্পর্ক মানেই কিন্তু সেখানে ঝামেলাঝাটি থাকবেই।

তোমায় কখনও আঘাত দেব না কেউ চান না যেচে কোনও মানুষকে আঘাত দিতে। সুসম্পর্ক বজায় রাখাই কিন্তু একমাত্র উদ্দেশ্য। তবুও পরিস্থিতির চাপে ছন্দপতন হতেই পারে। প্রতিদিনের বাগবিতণ্ডার চাইতে নিজের মত সুখে থাকা অনেক শ্রেয়। তবুও সম্পর্ক মানেই কিন্তু সেখানে ঝামেলাঝাটি থাকবেই।

3 / 5
মিথ্যে কথা নয়   দিনের পর দিন মিথ্যে বললে সম্পর্ক ভাঙতে বাধ্য। একটা মিথ্যে বললে তাকে প্রতিষ্ঠিত করতে আরও একগাদা মিথ্যের বন্যা বইয়ে দিতে হয়। তবুও কিছু পরিস্থিতি এমন আসে যেদিন একটা ছোট্ট মিথ্যেই হয়ত বদলে দিতে পারে অনেক কিছু। আর তাই মিথ্যে কথা বলব না এমন দিব্যি প্রেমে নয়।

মিথ্যে কথা নয় দিনের পর দিন মিথ্যে বললে সম্পর্ক ভাঙতে বাধ্য। একটা মিথ্যে বললে তাকে প্রতিষ্ঠিত করতে আরও একগাদা মিথ্যের বন্যা বইয়ে দিতে হয়। তবুও কিছু পরিস্থিতি এমন আসে যেদিন একটা ছোট্ট মিথ্যেই হয়ত বদলে দিতে পারে অনেক কিছু। আর তাই মিথ্যে কথা বলব না এমন দিব্যি প্রেমে নয়।

4 / 5
জোর করে নিজেকে বদল নয়  প্রত্যেক মানুষের একটা নিজস্বতা থাকে। আর তাই জোর করে কিন্তু নিজেকে বদলে ফেলতে যাবেন না। ধূমপান, মদ্যপানের অভ্যাস অনেকেরই থাকে। প্রেমিকার মন রাখতে রোজ তাঁরা ভাল মানুষ হয়ে যাবার প্রতিশ্রুতি দেন। এমন মিথ্যে প্রতিশ্রুতি এড়িয়ে চলুন। এতে বাঁচবে সম্পর্ক।

জোর করে নিজেকে বদল নয় প্রত্যেক মানুষের একটা নিজস্বতা থাকে। আর তাই জোর করে কিন্তু নিজেকে বদলে ফেলতে যাবেন না। ধূমপান, মদ্যপানের অভ্যাস অনেকেরই থাকে। প্রেমিকার মন রাখতে রোজ তাঁরা ভাল মানুষ হয়ে যাবার প্রতিশ্রুতি দেন। এমন মিথ্যে প্রতিশ্রুতি এড়িয়ে চলুন। এতে বাঁচবে সম্পর্ক।

5 / 5