Monsoon Travel Tips: বর্ষায় পাহাড়ে যাওয়ার প্ল্যান? এই ৫ বিষয় না মাথায় না রাখলে পস্তাবেন

megha |

Jun 12, 2024 | 1:55 PM

Travel Tips: দার্জিলিং, কালিম্পং কিংবা উত্তরাখণ্ড, হিমাচল না গেলেও, এমন বেশ কিছু পাহাড়ি এলাকা রয়েছে, যা বর্ষায় সেজে ওঠে। কেরল, তামিলনাড়ু, অসম, মেঘালয়, গোয়া, ওড়িশার মতো রাজ্য বর্ষায় বেড়াতে যাওয়ার জন্য আদর্শ। বর্ষাকালে পাহাড়ে যান বা সমুদ্রে, কয়েকটা বিষয় আপনাকে মানতেই হবে।

Monsoon Travel Tips: বর্ষায় পাহাড়ে যাওয়ার প্ল্যান? এই ৫ বিষয় না মাথায় না রাখলে পস্তাবেন
প্রতীকী ছবি।

Follow Us

দক্ষিণবঙ্গে বর্ষা না ঢুকলেও উত্তরবঙ্গের পাহাড়ে বৃষ্টি হচ্ছে। পুরোদমে বর্ষা চলে এসে পাহাড় ভ্রমণ অনেকেই এড়িয়ে চলেন। ভয় থাকে প্রাকৃতিক বিপর্যয়ের। দার্জিলিং, কালিম্পং কিংবা উত্তরাখণ্ড, হিমাচল না গেলেও, এমন বেশ কিছু পাহাড়ি এলাকা রয়েছে, যা বর্ষায় সেজে ওঠে। কেরল, তামিলনাড়ু, অসম, মেঘালয়, গোয়া, ওড়িশার মতো রাজ্য বর্ষায় বেড়াতে যাওয়ার জন্য আদর্শ। বর্ষাকালে পাহাড়ে যান বা সমুদ্রে, কয়েকটা বিষয় আপনাকে মানতেই হবে। ব্যাগ গোছানোর সময় এই ৫টি বিষয় ভুললে বিপদে পড়তে পারেন।

১) বেশি করে পোশাক নিন: মুষলধারে বৃষ্টি হলে ভিজে যাবেন। যতই রেইনকোট পরুন, জামাপ্যান্ট একটু হলেও ভিজবে। তাই সঙ্গে একটা বেশি পোশাক রাখাই ভাল। তাড়াতাড়ি শুকিয়ে যায় এমন ফ্যাব্রিকের তৈরি পোশাক সঙ্গে নিন।

২) বৈদ্যুতিন যন্ত্রের খেয়াল রাখুন: বেড়াতে গেলে ফোন, ক্যামেরা সঙ্গে থাকবেই। বৃষ্টির দিনে এগুলো একটু সামলে রাখতে হবে। জল পড়ে এগুলোর বারোটা বাজতে পারে। প্রয়োজনে পলিথিন জড়িয়ে বৈদ্যুতিন যন্ত্র ব্যবহার করুন।

৩) অবশ্যই ওষুধ নেবেন: ঠান্ডা লাগার ধাত থাকলে অবশ্যই জ্বর-সর্দির ওষুধ সঙ্গে নেবেন। এছাড়া বর্ষাকালে পেটের রোগ সবচেয়ে বেশি হয়। তাই ডায়ারিয়া, বমির ওষুধ সঙ্গে রাখুন। এছাড়া চোট বা আঘাত পেলে পেইনকিলার, অ্যান্টিসেপটিক লোশন, পেইনকিলার রিলিফ স্প্রে, ব্যান্ডেড ইত্যাদি প্রয়োজনীয় ওষুধপত্রও সঙ্গে রাখুন।

৪) জল রাখুন: বেড়াতে গেলে দোকান থেকে কেনা মিনারেল ওয়াটার খাওয়াই ভাল। যেহেতু বর্ষাকালে জলবাহিত রোগ বেশি হয়, তাই জল নিয়ে সচেতন থাকুন। সঙ্গে জলের বোতল রাখতে ভুলবেন না। তাছাড়া বেড়াতে গেলে হাইড্রেটেড থাকা জরুরি।

৫) বৃষ্টির দিনে যা কিছু সঙ্গে নেবেন: ওয়াটারপ্রুফ জুতো, ছাতা, রেইনকোট, ব্যাগের রেইন কভার ছাড়া বর্ষাকালে বেড়াতে যাবেন না। বর্ষাকালে যেখানেই যান না কেন, এই কয়েকটা জিনিস আপনাকে সঙ্গে নিয়ে যেতেই হবে।

Next Article