শ্রীনগর: হিন্দুদের অন্যতম তীর্থক্ষেত্র অমরনাথ গুহা। কাশ্মীরে অবস্থিত এই গুহা প্রতি বছর মাত্র দু-মাসের জন্য খোলে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার-হাজার পুণ্যার্থী অমরনাথ দর্শনে যান। এবছরও তার ব্যতিক্রম হচ্ছে না। অন্যান্য বছরের মতো এবারেও চলতি মাসেই শুরু হবে অমরনাথ যাত্রা। অমরনাথ যাত্রার জন্য রেজিস্ট্রেশন অনেক আগেই শুরু হয়ে গিয়েছে। এবার অমরনাথ যাত্রা শুরু হতে আর হাতেগোনা কয়েকদিন বাকি। এর মধ্যেই নাশকতার সাক্ষী হয়েছে কাশ্মীরের রেওয়াড়ি জেলা। বৈষ্ণোদেবী যাওয়ার পথে পুণ্যার্থীবোঝাই বাসে এলোপাতাড়ি গুলি চালায় জঙ্গিরা। এই ঘটনায় কমপক্ষে ১০ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। এই ঘটনার পরই অমরনাথ যাত্রা নিয়ে তৎপর প্রশাসন। অপ্রীতিকর ঘটনা এড়াতে যাত্রা কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।
কবে থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা?
শ্রী অমরনাথ শ্রাইন বোর্ডের তরফে জানানো হয়েছে, এবছর অমরনাথ যাত্রা শুরু হবে ২৯ জুন থেকে। সেদিন থেকেই গুহায় প্রবেশ করে অমরনাথের দর্শন করতে পারবেন পুণ্যার্থীরা। চলবে ১৯ অগাস্ট পর্যন্ত। অর্থাৎ মোট ১২ দিন ধরে যাত্রা চলবে। অমরনাথ যাত্রার জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে গত ১৫ এপ্রিল থেকে এবং এখনও চলছে।
অমরনাথ যাত্রাপথ
অমরনাথ যাত্রীদের প্রথমে শ্রীনগর বেসক্যাম্পে রেজিস্ট্রেশন রসিদ দেখিয়ে পরিচয়পত্র নিতে হয়। তারপর সেখান থেকে দুটি রুটে শুরু হয় যাত্রা। একটি পথ হল অনন্তনাগ জেলার মধ্যে দিয়ে নুনওয়ান-পহেলগাঁও রুট। আর অন্যটি হল, গান্দারবাল জেলার মধ্যে দিয়ে বালতাল রুট। পহেলগাঁও রুটটি ৪৮ কিলোমিটার দীর্ঘ। ফলে এই পথে যেতে একটু বেশি সময় লাগে। তবে এই পথের নৈসর্গিক সৌন্দর্য যেমন অসাধারণ, তেমনই রাস্তাও তুলনামূলক ভাল। ফলে এই রুটে অধিকাংশ যাত্রী যান। অন্যদিকে, বালতাল রুটটি মাত্র ১৪ কিলোমিটার দীর্ঘ। ফলে একদিনেই গুহা দর্শন করে বেসক্যাম্পে ফিরে আসতে পারেন যাত্রীরা। তবে এই পথটি বেশি চড়াই ও বন্ধুর। ফলে ডুলি বা ঘোড়ায় গেলে ঝুঁকি কিছুটা বেশি থাকে। হাঁটাপথে যাত্রীরাও বেশি ক্লান্ত হয়ে পড়েন।
অমরনাথ যাত্রাপথে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য প্রতি বছরই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। তবে গত বছর থেকে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। গত বছরে হাইওয়ে ধরে পুণ্যার্থীদের বাস বেসক্যাম্প থেকে বালতাল বা নুনগাঁও যাওয়ার সময় অন্য গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছিল। ক্যাম্পগুলির কাছে সাধারণ গাড়ির চেকিং বাড়ানো হয়েছিল। এবছরও সেরকম ব্যবস্থা করা হবে এবং অন্যান্য বারের মতো কনভয় করে পুণ্যার্থীদের বাস নিয়ে যাওয়া হবে বলে প্রশাসন সূত্রে খবর।