সকালের খাবার সবসময় বেশি পরিমাণে করা উচিত। এই পরামর্শই দেন চিকিত্সকরা। কিন্তু ওয়ার্ক ফ্রম হোম বা অফিসের তাড়াহুড়োর মধ্যে ঠিকমতো ব্রেকফাস্ট করতে পারেন না। পেটপুরে প্রোটিন ও ভিটামিন সমৃদ্ধ খাবার খেতে চাইলে বানানা জ্যাম মিল্কশেক (Banana Jam Milkshake) ট্রাই করতে পারেন।
একমিনিটের মধ্যেই বানিয়ে ফেলতে পারবেন এই প্রোটিন মিল্কশেক। সকালে উঠেই যে যে উপকরণ দিয়ে এই স্বাস্থ্যকর ও সুস্বাদু মিল্কশেক বানাবেন তা একঝলকে দেখে নিন…
কী কী লাগবে:
১/৪ রোস্টেড বাদাম ( খোসা ছাড়ানো), একটি পাকা কলা, ২ টেবিল চামচ জ্যাম, হাফ টেবিল চামচ পাউডারড সুগার, ১/৮ চা চামচ এলাচের পাউডার।
আরও পড়ুন: ফ্রিজে ডিম ছাড়া কিছু নেই! জল আর নুন মিশিয়ে বানিয়ে ফেলুন এই সুস্বাদু রেসিপি
কীভাবে বানাবেন:
সব উপকরণ একটি গ্রিন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিন। তাতে এক স্কুপ ভ্যানিলা আইস ক্রিম, এককাপ কাচা দুধ, ৪-৫টি আইস কিউব দিয়ে ফের একবার ভালো ব্লেন্ড করুন। মিল্কশেক বানানো হয়ে গেলে একটি সুন্দর গ্লাসে ঢেলে নিন। পরিবেশনের সময় একটি মিন্ট পাতা , ড্রাই ফ্রুটস কুঁচনো, কাজু বাদাম ছড়িয়ে দিতে পারেন। ঠান্ডা ঠান্ডাও পরিবেশন করতে পরেন।