Nails Care: হলদেটে নখ নিয়ে জেরবার? ঘরোয়া টোটকায় ফিরে পান গোলাপি আভা

TV9 Bangla Digital | Edited By: megha

Mar 16, 2022 | 8:58 AM

Home Remedies: গোলাপি আভা যুক্ত নখ সবারই প্রিয়। আপনার নখও যদি হলুদ হয়ে যায় তাহলে সাহায্য নিন ঘরোয়া প্রতিকারের।

Nails Care: হলদেটে নখ নিয়ে জেরবার? ঘরোয়া টোটকায় ফিরে পান গোলাপি আভা
ঘরোয়া টোটকা ব্যবহার করে আপনি ফিরে পেতে পাবে গোলাপি আভা যুক্ত নখ

Follow Us

গোলাপি এবং পরিষ্কার নখ (Nails Care) আপনার হাত ও পায়ের সৌন্দর্য বাড়াতে কাজ করে। অনেক সময় প্রাকৃতিক রঙের পরিবর্তে নিস্তেজ এবং হলুদ দেখায় নখ। হলুদ নখ মোটেও ভালো দেখায় না। যদিও নখ হলুদ হওয়ার পেছনে অনেক কারণ রয়েছে। কখনও কখনও এটি অভ্যন্তরীণ সমস্যাও নির্দেশ করে। শুধু তাই নয়, সংক্রমণও এর জন্য দায়ী। এছাড়া ক্রমাগত নেইল পেইন্ট করার কারণেও নখ হলুদ (Healthy Nails) হয়ে যায়। কিন্তু নখের স্বাভাবিক রঙ ফিরে পেতে কে না চায়। বিশেষত গোলাপি আভা যুক্ত নখ সবারই প্রিয়। আপনার নখও যদি হলুদ হয়ে যায় তাহলে সাহায্য নিন ঘরোয়া প্রতিকারের। ঘরোয়া টোটকা (Home Remedies) ব্যবহার করে আপনি ফিরে পেতে পাবে গোলাপি আভা যুক্ত নখ।

গোলাপ জলের ব্যবহার-

অনেক মহিলাই নখ বাড়াতে ভালোবাসেন, কিন্তু যখন যত্ন নেওয়ার প্রসঙ্গ আসে, তখন বেশিরভাগ মানুষ এটিকে উপেক্ষা করে। এটি করা ঠিক নয়, এটি আপনার হাতের সৌন্দর্যকে প্রভাবিত করে। নখ গোলাপি করতে লেবুর খোসার গুঁড়ো নিয়ে তাতে গোলাপ জল মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি নখ এবং তার চারপাশের ত্বকে ঘষুন। এই পদ্ধতিটি সপ্তাহে অন্তত ৩ বার করুন। ধীরে ধীরে ফিরে পাবেন নখের গোলাপি আভা।

রাতেও যত্ন নিন নখের-

রাতে ঘুমানোর আগে হাত ভাল করে পরিষ্কার করে অলিভ অয়েল লাগান। এই ক্ষেত্রে জেনে রাখা ভাল যে অলিভ অয়েল সৌন্দর্য বাড়াতে নানা ভাবে ব্যবহার করা হয়। এমন পরিস্থিতিতে নখকে গোলাপি করার জন্য খুবই কার্যকরী বলে মনে করা হয়। ২ থেকে ৩ মিনিট অলিভ অয়েল ম্যাসাজ করলে নখের চারপাশের ত্বক ময়েশ্চারাইজড থাকবে এবং নখও গোলাপি ও মজবুত হবে। আপনি চাইলে এই পদ্ধতিটি রোজ ব্যবহার করে দেখতে পারেন। ফল পাবেন হাতে নাতে।

একদিন ছাড়া যত্ন নিন নখের-

স্নানের করার সময় ব্রাশের সাহায্যে নখ ভালো করে পরিষ্কার করুন। আপনি যদি নখে ব্রাশ লাগাতে না চান তবে শুধুমাত্র হাতের সাহায্যে এটি পরিষ্কার করুন। এর পর পেট্রোলিয়াম জেলি বা নারকেল তেল লাগান। এটি নখকে উজ্জ্বল করে দিতে সাহায্য করে এবং এতে কেটে যাবে হলদেটে ভাব। এছাড়া ভিতরে আটকে থাকা অন্য কোনও সংক্রমণ বা ময়লাও তা থেকে পরিষ্কার হয়ে যাবে।

নেল পলিশ ব্যবহার করা বন্ধ করুন-

আপনি যদি নখ হলুদেটে ভাব রোধ করতে চান, তাহলে যতটা সম্ভব কম নেইল পেইন্ট ব্যবহার করুন। অন্যদিকে, যেদিন নেইল পেইন্ট লাগাবেন, রাতে ঘুমানোর আগে তা তুলে ফেলতে ভুলবেন না। একই সঙ্গে, কিছু মহিলা একটি পুরু কোট মধ্যে নেইল পেইন্ট প্রয়োগ। নখ যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করাই ভাল। নেইল পেইন্ট থেকে তুলে ফেলতে বারবার রিমুভার ব্যবহার করবেন না। এতে নখ দুর্বল হয়ে যায় এবং তাড়াতাড়ি ভেঙে যায়।

আরও পড়ুন: ৩০-এর আগেই মুখে বলিরেখা? রাতে ঘুমোতে যাওয়ার আগে সাহায্য নিন এই ৩টি উপাদানের

Next Article