Winter Lips Care: শীতের শুরুতেই ঠোঁট ফাটার সমস্যায় জেরবার! নরম তুলতুলে ঠোঁটের জন্য এই পাঁচটি টিপস মেনে চলুন

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Nov 17, 2021 | 9:01 PM

হিমশীতল আবহাওয়া ও ঠান্ডা বাতাস ত্বককে শুষ্ক ও খসখসে করে তোলে। আর তাই ফাটা ঠোঁট নয় শীতেও চাই গোলাপী ও নরম তুলতুলে ঠোঁট।

Winter Lips Care: শীতের শুরুতেই ঠোঁট ফাটার সমস্যায় জেরবার! নরম তুলতুলে ঠোঁটের জন্য এই পাঁচটি টিপস মেনে চলুন
ছবিটি প্রতীকী

Follow Us

শীতকালে ঠান্ডা ও শুষ্ক বাতাসের জন্য ত্বকের সবচেয়ে সংবেদনশীল অঙ্গ হল ঠোঁট। আর এই ঠোঁটকেই সব ঋতুতে অবহেলা করা হয় বেশি। হিমশীতল আবহাওয়া ও ঠান্ডা বাতাস ত্বককে শুষ্ক ও খসখসে করে তোলে। আর তাই ফাটা ঠোঁট নয় শীতেও চাই গোলাপী ও নরম তুলতুলে ঠোঁট। আর তার জন্য কী কী মাথায় রাখবেন, তা জেনে নিন…

ঘন ঘন চাটবেন না- এটি হল মানুষের সাধারণ স্বভাব। শীতকালে আমরা বেশিরভাগ সময়টাই ঠোঁট চাটতে থাকি। কারণ এই আবহাওয়ায় ঠোঁট সহজেই শুকিয়ে যায়। এতে লালা দিয়ে চাটলে ঠোঁটের আরও ক্ষতি হয়।

ভালমানের লিপবাম ব্যবহার করুন- ঠোঁটকে সুস্থ রাখতে সবচেয়ে সহজ ও সাধারণ হ্যাকস হল রাতে একটি ভাল মানের লিপবাম ব্যবহার করা। আপনি যখন ঘুমাচ্ছেন তখন আপনার ঠোঁট গভীর পুষ্টি এবং ময়শ্চারাইজেশনের মধ্য দিয়ে যায়।

প্রতিরক্ষামূলক স্তর- দিনের বেলা বাড়ি থেকে বের হওয়ার সময় ঠোঁট বামের সাথে সান প্রোটেকশন ফ্যাক্টর (এসপিএফ) যুক্ত সানস্ক্রিন ব্যবহার করুন। SPF একটি প্রতিরক্ষামূলক স্তর হিসাবে কাজ করে। শুষ্কতা ও পিগমেনটেশন দূর করতে সাহায্য করে।

হাইড্রেটেড রাখুন- শরীর যদি যথেষ্ট হাইড্রেটেড থাকে, তাহলে ঠোঁটও থাকবে। শীতকালে এমনিতেই জল বেশ কম খাওয়া হয়ে থাকে, তবে এটি আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যে আমরা দিনে কতবার জল পান করছি।

এক্সফোলিয়েট- মৃদু এক্সফোলিয়েশন মৃত চামড়া অপসারণ করতে সাহায্য করে। ঠোঁটকে এক্সফোলিয়েট করতে ঘরোয়া প্রতিকার ব্যবহার করে দেখতে পারেন। প্রাকৃতিক কোমলতা ফিরিয়ে আনতে সাহায্য করতে সক্ষম।

শুষ্ক এবং ফাটা ঠোঁটের জন্য মধু এবং ব্রাউন সুগার একসঙ্গে মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। সেটি ঠোঁটে ৫ থেকে ১০ মিনিটের জন্য আলতোভাবে মাসাজ করুন। তারপরে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ এবং ইউভি রশ্মি থেকে সুরক্ষার জন্য ঠোঁট বাম হিসাবেও ব্যবহার করা যেতে পারে।

আরও পড়ুন: Ice Therapy: শীতকালে ত্বককে সতেজ রাখতে আইস থেরাপি ট্রাই করতে পারেন!

Next Article