গর্ভাবস্থা একজন মহিলার জীবনের সবচেয়ে সুন্দর এবং পরিপূর্ণ অধ্যায়গুলির মধ্যে একটি। কিন্তু নয় মাসের দীর্ঘ যাত্রা শরীরে অনেক পরিবর্তন আনে। এই সময় মহিলাদের যে শুধুমাত্র তাদের খাদ্যাভ্যাস এবং ফিটনেস যত্ন নিতে হবে তা নয়, এই সময় একই ভাবে তাঁদের ত্বকের যত্ন নিতে হবে।
ডঃ মিক্কি সিং তাঁর একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে জানিয়েছেন যে, “গর্ভাবস্থায় হরমোন পরিবর্তন এবং আপনার শরীরে মেলানিন উৎপাদন বেশি পরিমাণে বৃদ্ধি পায়, যা আপনার ত্বক ব্রণ প্রবণ, শুষ্ক করে তোলে এবং এমনকি কালো দাগ ও হাইপারপিগমেন্টেশনের সমস্যা দেখা দেয়”।
এছাড়াও তিনি লিখেছেন যে, “যদিও এই উদ্বেগগুলির চিকিৎসার জন্য স্যালিসিলিক, রেটিনোল এবং হাইড্রোকুইনোন ভিত্তিক পণ্যগুলি সুপারিশ করা হয়, কিন্তু এগুলি ভুলেও আপনার গর্ভাবস্থায় ব্যবহার করবেন না। রেটিনোল বা রেটিনয়েড, স্যালিসাইলিক অ্যাসিড, গ্লাইকোলিক অ্যাসিড, বেনজোয়েল পেরোক্সাইড এবং রাসায়নিক-ভিত্তিক সানস্ক্রিনের মতো উপাদানগুলি আপনার গর্ভাবস্থায় সমস্যা সৃষ্টি করতে পারে”।
কিন্তু এই উপাদানগুলির বদলে গর্ভাবস্থায় কোন উপাদানগুলি ব্যবহার করা সুরক্ষিত, তাও জানিয়েছেন ডঃ মিক্কি সিং। তিনি তাঁর এই ইনস্টা পোস্টের ক্যাপশনে উল্লেখ করেছেন সেই উপাদানগুলির কথা। চলুন দেখে নেওয়া যাক, গর্ভবতী মহিলার ত্বকের যত্নে কোন কোন উপাদানগুলি থাকবে।
আরও পড়ুন: Winter Skincare Routine: শীতকালে ত্বকের আরেকটু যত্ন নিন! মেনে চলুন মাত্র ৪টি ধাপ