প্রতিদিন ত্বক পরিষ্কার করার পর মুখে ময়েশ্চারাইজার ব্যবহার করা জরুরি। ত্বকের এই সামান্য যত্ন টুকুও না করলে কম বয়সেই বুড়িয়ে যেতে পারে যত্ন। সময়ের আগেই বার্ধক্য দেখা দিতে পারে। অন্তত এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। ত্বক যেমনই হোক শীত, গ্রীষ্ম, বর্ষা আপনাকে ব্যবহার করতেই হবে ময়েশ্চারাইজার। মূলত ত্বকের আর্দ্রতা (Skin Care Tips) বজায় রাখার জন্য আমরা ময়েশ্চারাইজার ব্যবহার করি। তাছাড়া এটি আমাদের ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। এছাড়াও নিয়মিত আমাদের ত্বক সূর্যের ক্ষতিকারক রশ্মির সংস্পর্শে আসে, ধুলোবালির সংস্পর্শে আসে- তাই ত্বকের আর্দ্রতা বজায় রাখা উচিত। তাই বাজারে ত্বকের ধরনের অনুযায়ী বিভিন্ন ময়েশ্চারাইজার উপলব্ধ রয়েছে। কিন্তু কোনটি আপনার ত্বকের জন্য সেরা, সেটা বেছে নেওয়া সব সময় সম্ভব হয় না। এর ওপর পার্শ্বপ্রতিক্রিয়ার ভয় থেকেই যায়। কারণ এইসব প্রসাধনী পণ্যগুলো রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি। তাই বাজারের কেনা পণ্যের বদলে আপনি ঘরোয়া উপায়ে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে পারেন।
এমন বেশ কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে, যা প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। এগুলো আপনাকে হেঁশেলেই পাওয়া যায়। উপরন্ত, এই প্রাকৃতিক পণ্যের কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এগুলো যেমন ত্বকের আর্দ্রতা বজায় রাখে, একই সঙ্গে ত্বকের হারানো জেল্লা ফিরিয়ে আনে। এর জন্য কী-কী পণ্য ব্যবহার করবেন, দেখে নিন…
দুধ- ত্বককে সতেজ রাখতে ক্লিনজিং, ময়শ্চারাইজিং, ক্লিনজিং পদ্ধতি বিশেষ জরুরি। প্রাকৃতিক ফেস ক্লিনজার, ময়শ্চারাইজার, স্কিন টোন হিসেবে দুধ অত্য়ন্ত উপকারী। ত্বকের যে কোনও সমস্যার সমাধান হিসেবে দুধ ব্যবহার করতে পারেন। এটি উপাদানটি প্রদাহও হ্রাস করে। কাঁচা দুধে একটি তুলোর বল ডুবিয়ে নিয়ে সারা মুখে বুলিয়ে নিন। ব্যস তাহলেই কাজ হবে।
তেল- নারকেল তেল, অলিভ অয়েল, জোজোবা তেলের মতো প্রাকৃতিক তেলগুলো ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনও তেলকে রূপচর্চায় অন্তর্ভুক্ত করতে পারেন। অনেকে মুখে তেল লাগাতে চান না, বিশেষত তৈলাক্ত ত্বকের ব্যক্তিরা। তবে শরীরের অন্যান্য অংশে তেল মাখতে পারেন। এতে শরীরের অন্যান্য অঙ্গে আর্দ্রতা বজায় থাকবে।
মধু- মধু ত্বককে হাইড্রেট ও এক্সফোলিয়েট করার জন্য অত্যন্ত কার্যকরী। এই প্রাকৃতিক ও ভেষজ উপাদানে রয়েছে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টি-অক্সিডেন্টের গুণ, যা আপনার ত্বকরে টোনড করতে সাহায্য করে। মধু হল এমন একটি প্রাকৃতিক উপাদান যা কোনও পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই ত্বকের আর্দ্রতা বজায় রাখে। অর্থাৎ আপনি নির্দ্বিধায় ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহার করতে পারবেন মধুকে।