Foot Masks: মাত্র ১০ মিনিটেই কোমল-সুন্দর পা পেতে ব্যবহার এই ২ ফুট মাস্ক! উপকার মিলবেই

পা ফাটা থেকে মুক্তি পেতে, পায়ের ত্বক হাইড্রেট ও সুন্দর রাখতে যে যে ঘরোয়া উপকরণ দিয়ে ফুট মাস্ক তৈরি করা সম্ভব সেগুলি জেনে নিন একঝলকে...

Foot Masks: মাত্র ১০ মিনিটেই কোমল-সুন্দর পা পেতে ব্যবহার এই ২ ফুট মাস্ক! উপকার মিলবেই
ছবিটি প্রতীকী
Follow Us:
| Edited By: | Updated on: Sep 22, 2021 | 8:05 AM

টানা দাঁড়িয়ে থাকা, দৌড়ানো, হাঁটা বা নাচ করা, আমদের পা সবসময়ই সচল। সারাদিন ধরে হাত দিয়ে যেমন কাজ হয়, তেমন পা-ও ঠিক একইভাবে সক্রিয় থাকে। ত্বকে যেমন যত্ন নেন, তেমন পায়ের যত্ন নেওয়া প্রয়োজন। সুন্দর হিল জুতোর সঙ্গে সুন্দর পা সকলের যেমন নজর কাড়ে, তেমন ফাটা, শুষ্ক পায়ের ত্বক দেখেও হৃদয় ভেঙে যেতে পারে। পা ফাটা থেকে মুক্তি পেতে, পায়ের ত্বক হাইড্রেট ও সুন্দর রাখতে যে যে ঘরোয়া উপকরণ দিয়ে ফুট মাস্ক তৈরি করা সম্ভব সেগুলি জেনে নিন একঝলকে…

ওটস

কোমল ও সুন্দর পায়ের জন্য বাড়িতেই বডি স্ক্রাব ব্যবহার করতে পারেন। স্বাস্থ্যকর ব্রেকফাস্টের উপাদানই আপনার ত্বকের জন্য এত উপকারী জানতেন?ওটস হল একটি বিস্ময়কর উপাদান। ওটস, মধু ও লেবু দিয়ে তৈরি পায়ের মাস্ক ত্বকের মৃত কোষ থেকে মুক্তি পেতে, ত্বকের আর্দ্রতা ফেরাতে সহায়তা করে। পায়ের ট্যান দূর করতেও সাহায্য করে। তাহলে এই উপকারী প্যাকটি কীভাবে তৈরি করবেন জেনে নিন…

উপকরণ

আধ কাপ ওটস, ২ টেবিল চামচ মধু, অর্ধেক লেবুর রস

পদ্ধতি

একটি বাটিতে কিছু ওটস নিয়ে তাতে লেবু ও মধু যোগ করুন। ভাল করে মিশিয়ে প্যাক তৈরি করে পায়ের ত্বক লাগান। এবার প্যাকটি বৃত্তাকার গতিতে আপনার পায়ে মাসাস করুন। কয়েক মিনিট ধরে মাসাজ করুন। শুকনো না হওয়া পর্ন্ত রেখে দিন। শুকিয়ে গেলে কুসুম কুসুম গরম জলে পা ধুয়ে ফেলুন। একটি নরম তোয়ালে ব্যবহার করে পা শুকিয়ে নিন ও ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

বেসন

প্রাচীন ভারতীয় সৌন্দর্যের গোপন উপাদানটি ট্যান থেকে মুক্তি পেতে দারুণ স্ক্রাব হিসেবে কাজ করে। ত্বকের রঙ হালকা করতে, কালচে দাগ তুলতে, শুষ্ক ত্বকে আর্দ্রতা ফেরাতে সাহায্য করে। কয়েক মিনিটের মধ্যেই নরম তুলতুলে ট্যান ফ্রি ও উজ্জ্বল পা পেতে এই দ্রুত ও সহজ উপায়ে ফুট মাস্ক তৈরি করতে পারেন।

উপকরণ

১ টেবিলস্পুন বেসন, ১ টেবিলস্পুন হলুদ গুঁড়ো, ৪-৫ ফোঁটা দুধ, ৪-৫ ফোটা গোলাপ জল

পদ্ধতি

একটি পাত্রে বেসন ও হলুদ মিশিয়ে নিন প্রথমে। এরপর দুধ ও গোলাপ জল যোগ করে একটি প্যাক তৈরি করুন। এবার পেস্টটি পায়ের সর্বত্র লাগিয়ে নান। প্রায় ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে হালকা গরম জলে পা ধুয়ে ফেলুন। তোয়ালে দিয়ে শুকিয়ে নিন। এরপর ময়েশ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না যেন! তাতে পা নরম, হাইড্রেট ও ক্র্যাক ফ্রি হিল থাকে।

আরও পড়ুন: Face and Hair Care: ত্বক ও চুলকে ভাল রাখতে মধু ও দই সেরা উপাদান! উপকারিতা জানলে অবাক হবেন আপনি…