দুধ, বেসন, হলুদেই লুকিয়ে আপনার সৌন্দর্যের রাজ

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jul 21, 2021 | 9:34 PM

তাই বাড়িতেই বানিয়ে ফেলুন ফেসপ্যাক। ঘরোয়া কিছু উপাদানেই পেতে পারেন উজ্জ্বলতা। ট্যানও হবে দূর।

দুধ, বেসন, হলুদেই লুকিয়ে আপনার সৌন্দর্যের রাজ
প্রতীকী ছবি

Follow Us

এই প্যান্ডেমিকে পার্লার কর্মীর কাছে কেন রূপচর্চা করবেন। কেনই বা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ছুটবেন স্যালোঁতে। রেস্তর ব্যাপারটাও তো আছে। তাই বাড়িতেই বানিয়ে ফেলুন ফেসপ্যাক। ঘরোয়া কিছু উপাদানেই পেতে পারেন উজ্জ্বলতা। ট্যানও হবে দূর। তার জন্য কী-কী করতে হবে জেনে নিন চটপট –

১. একটি ছোট পাত্রে দুধ গরম করে গ্যাস নিভিয়ে দিন। অপেক্ষা করুন। দুধের সর তুলে নিন চামচে। রাখুন একটি বাটিতে।

২. বাড়িতে পাকোড়া বা চপ বানানোর জন্য বেসন থাকেই। সেই বেসন থেকে এক টেবিল চামচ তুলে নিন।

৩. রান্নায় হলুদ দেওয়া মাস্ট। সেটাও হেঁশেলে উপস্থিত থাকে সকলের। এক চিমটি তুলে নিন।

৪. এবার ভাল করে মুখ ধুয়ে ফেলুন। ফেসওয়াশ দিয়ে ধুতে হবে। তোয়ালে দিয়ে মুছে মুখ শুকিয়ে নিন।

৫. চুলে রং লাগানোর ব্রাশ নিন। চুলে ভাল করে পনিটেল বেঁধে নিন। দেখবেন যাতে মুখে না পরে।

৬. এবার সর, হলুদ আর বেসনের পেস্ট তৈরি করুন। ব্রাশ দিয়ে ভাল করে মুখে মেখে নিন। চোখের চারপাশের অংশ ছেড়ে দিন। অপেক্ষা করুন মিনিট ১৫।

৭. ভেজা রুমাল বা তোয়ালে দিয়ে মুখ পরিষ্কার করে ফেলুন। রাতে শুতে যাওয়ার আগে করলেই ভাল। সকালে উঠে দেখবেন ট্যান দূর হয়েছে। মুখ হয়েছে নরম ও উজ্জ্বল। সপ্তাহে দু’ দিন এই প্রক্রিয়া ফলো করতে পারেন। মেকআপও লাগবে না।

আরও পড়ুনপার্লারের ভরসায় না থেকে বাড়িতে নিজেই করুন বিকিনি ওয়্যাক্সিং; রইল টিপস

Next Article