চুলের সমস্যার জন্য উপযুক্ত সমাধান খুঁজে পেতে হয়রান অবস্থা! শীতকালে সবচেয়ে সাধারণ সমস্যাগুলির মধ্যে একটি হল চুল পড়া (Hair Fall)। আর এতেই আমরা হতাশ বোধ করি। এই চুল পড়া রোধ করার জন্য় বিভিন্ন ধরণের পণ্য বা ঘরোয় উপায়ে সন্ধান করে থাকি। তবে এই মরশুমে (Winter Season) এমন সমস্যার মুখোমুখি হলে একটি মোক্ষম দাওয়াই রয়েছে। আর তা হল গ্লিসারিন।
এই উপাদান ব্যবহারে ত্বক যেমন কোমল ও মসৃণ হয় ঠিক তেমনই চুলের যত্নেও গ্লিসারিনের জুড়ি মেলা ভার। চুলের জট ছাড়াতে যেসব প্রসাধনী বাজারে ব্যবহৃত হয় সেগুলোর মধ্যে ‘ডিট্যাঙ্গলিং লিক্যুইড’ নামক একটি উপাদান থাকে। যার প্রধান উপাদান হল গ্লিসারিন। এই গ্লিসারিনের একাধিক স্বাস্থ্যকর গুণ আছে যা আমাদের ত্বকের আর চুলের জন্য বেশ উপকারি। শীতকালে গ্লিসারিনের ব্যবহার বহুকাল থেকেই হয়ে আসছে।
চুল নরম ও উজ্জ্বল রাখার পাশাপাশি শীতকালীন নানা সমস্যা প্রতিরোধে কার্যকরী এক উপাদান হল গ্লিসারিন। জেনে নিন চুলে কীভাবে ব্যবহার করবেন গ্লিসারিন-
টিপস:
অল্প পরিমাণে গ্লিসারিন হাতে নিয়ে মাথার ত্বকে ম্যাসাজ করুন। জোরে জোরে ঘষবেন না। কারণ গ্লিসারিন চুলের গোড়া নরম করে দেয়। ফলে চুল পড়তে পারে।
তথ্যসূত্র: হেলথলাইন
এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।
আরও পড়ুন: Glossy Hair: ঐশ্বর্যার মত চকচকে সুন্দর চুল চান? হেয়ার মাস্ক হিসেবে এই সবুজ ফলেই হবে কেল্লাফতে