Sindoor Khela: পাড়ার মণ্ডপে সিঁদুর খেলার প্ল্যান? আজ ত্বকের যত্নে যে ৫ কাজ সারতেই হবে

Skin Care Tips: বাজারে যে সব সিঁদুর পাওয়া যায়, তার মধ্যে সিনথেটিন রং থেকে শুরু করে সীসার মতো বেশ কিছু ক্ষতিকারক রাসায়নিক উপাদান থাকে। যে কারণে সিঁদুর খেলার পর অনেকেরই ত্বক জ্বলতে থাকে। আবার কারও র‍্যাশ বেরোয়, লালচে দাগ দেখা যায় ত্বকের উপর।

Sindoor Khela: পাড়ার মণ্ডপে সিঁদুর খেলার প্ল্যান? আজ ত্বকের যত্নে যে ৫ কাজ সারতেই হবে
Follow Us:
| Edited By: | Updated on: Oct 24, 2023 | 9:00 AM

দশমী এলেই ঘিরে ধরে এক রাশ মন খারাপ। তাই তো বিদায় বেলায় মন প্রাণ ভরে আনন্দ করে নিতে হবে। সেই আনন্দের এক টুকরো ছবি ভেসে ওঠে সিঁদুর খেলার মধ্য দিয়ে। আগে বিবাহিত মহিলারাই সিঁদুর খেলতেন। আজকাল কমবয়সি ও অবিবাহিত মেয়েরাও যোগ দিয়েছেন এই দলে। ছোট-বড় সকলে একসঙ্গে মেতে ওঠেন সিঁদুর খেলায়। তার সঙ্গে রয়েছে ফ্যাশনও। লাল পাড় সাদা শাড়িতে সিঁদুর খেলার ছবি যে পোস্ট করতে হবে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায়, সিঁদুর খেলার পরে মুখ পরিষ্কার। মুখভর্তি যে সিঁদুর লেগে থাকে, তা পরিষ্কার করতে কালঘাম ছুটে যায়।

বাজারে যে সব সিঁদুর পাওয়া যায়, তার মধ্যে সিনথেটিন রং থেকে শুরু করে সীসার মতো বেশ কিছু ক্ষতিকারক রাসায়নিক উপাদান থাকে। যে কারণে সিঁদুর খেলার পর অনেকেরই ত্বক জ্বলতে থাকে। আবার কারও র‍্যাশ বেরোয়, লালচে দাগ দেখা যায় ত্বকের উপর। তাই সিঁদুর খেলার পর ত্বকের যত্ন নেওয়া দরকার। কীভাবে এই কাজ সারবেন, রইল টিপস।

সঠিক সিঁদুর বেছে নিন: দশমীতে সিঁদুর খেলার জন্য ভেষজ সিঁদুর বেছে নিন। ভেষজ সিঁদুর মূলত চুন, হলুদ, কেশর ইত্যাদি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হয়। এগুলো ত্বকের উপর পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি করে না। ভেষজ সিঁদুর ব্যবহার করলে সিঁদুর খেলার পর ত্বক নিয়ে কোনও অভিযোগ থাকবে না।

সিঁদুর খেলার আগে ত্বকের যত্ন: পুজোর শেষ দিন হলেও ত্বকের জেল্লা ধরে রাখতে হবে। এ দিন সকালে ফলের ফেসপ্যাক মাখুন। টমেটোর সঙ্গে কলা ও আঙুর চটকে মেখে নিন। প্রথমে মুখ পরিষ্কার করে নিন। তারপর এই ফেসপ্যাক ত্বকে লাগিয়ে নিন। মিনিট কুড়ি পর ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন। এরপর অবশ্যই ময়েশ্চারাইজার মেখে নেবেন।

সিঁদুর খেলার সাজ: সিঁদুর খেলতে গেলেও অল্পবিস্তর মেকআপ তো করবেন। কেমন হবে সেই সাজ? খুব হালকা। সিঁদুর খেলার পরিকল্পনা করলে গাঢ় মেকআপ করবেন না। ফাউন্ডেশনের সঙ্গে লিক্যুইড হাইলাইটার মিশিয়ে ব্যবহার করুন। চোখে মোটা করে কাজল বা লাইনার পরে নিন। আইশ্যাডো ব্যবহার করলে ন্যুড শেড বেছে নেওয়াই ভাল। ঠোঁটের জন্যও হালকা রঙের লিপস্টিক বেছে নিন। হালকা মেকআপের উপর সিঁদুর খেললে আপনার লুক নষ্ট হবে না।

সিঁদুর খেলার পর ত্বকের যত্ন: সিঁদুর খেলার পর সরাসরি ফেসওয়াশ বা জল দিয়ে মুখ ধোবেন না। প্রথমে ক্লিনজিং মিল্ক বা মেকআপ রিমুভার দিয়ে মুখ পরিষ্কার করুন। শুষ্ক ত্বকে পেট্রোলিয়াম জেল কিংবা নারকেল তেলও ব্যবহার করতে পারেন। সিঁদুর ও মেকআপ মুছে নেওয়ার পর ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। তারপর ময়েশ্চারাইজার মেখে নিন।

ত্বকের খেয়াল রাখুন: সিঁদুর খেলার পর যদি ত্বকে র‍্যাশ, জ্বালাভাব, লালচে ভাব দেখা দেয় তখন কী করবেন? প্রথমে শিট মাস্ক লাগাতে পারেন। এছাড়া অ্যালোভেরা জেল কিংবা শসার রস মুখে মাখতে পারেন। এগুলো আপনার ত্বকে কুলিং এফেক্ট প্রদান করবে এবং ত্বকের আর্দ্রতা ধরে রাখবে। পাশাপাশি কমাবে ত্বকের সমস্যাও।