Lemon for Nails Care: বর্ষায় নখে হতে পারে ফাঙ্গাল ইনফেকশন, ঝুঁকি এড়ান হেঁশেলের এই উপাদান দিয়ে
Home Remedies: বর্ষায় নখের সংক্রমণ বাড়ে। এছাড়া দৈনন্দিন কাজের মাঝে নখের উপর হলদেটে ছাপ পড়ে। এসব সমস্যা দূর করতে নখের যত্ন নেওয়া দরকার। নেলপলিশ এড়ানো পাশাপাশি ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। এছাড়া কাজে আসবে পাতিলেবু।
বর্ষায় নখের সংক্রমণ বাড়ে। নখের কোণে ছত্রাক জমে সংক্রমণ ঘটায়। এতে নখ ভঙ্গুর হয়ে যায় এবং সহজেই ভেঙে যায়। এছাড়াও দৈনন্দিন কাজ করে নখের বেহাল দশা হয়ে যায়। নিয়মিত নখের যত্ন না নিলে, নখ হলুদ হয়ে যায়। হলুদ, লঙ্কা, মশলা ঘাঁটার পর হাত ভাল করে না ধুলে হলেদেটে নখের সমস্যা আরও বাড়ে। এসব বিষয়গুলো খেয়াল না রাখলেই নখের অবস্থা খারাপ হতে থাকে। ঝকঝকে সাদা নখ সকলের পছন্দ। তার উপর এখন নখের উপর নেইল আর্ট এবং নেল এক্সটেনশন বিশেষ জনপ্রিয়। তাই নখের হলদেটে ভাব দূর করার টোটকা জেনে রাখা দরকার। ভাল ভাবে হাত ধুলে এসব সমস্যার সম্মুখীন হতে হয় না। কিন্তু আপনি যদি হলেদেটে নখের সমস্যায় ভোগেন এবং ফাঙ্গাল ইনফেকশনের ঝুঁকি এড়াতে চান তাহলে এই ঘরোয়া টোটকা আপনার কাজে আসতে পারে।
নেলপলিশ তুলে ফেলুন-
ঘন ঘন নেলপলিশ পরলে নখের উপর হলদেটে ছোপ দেখা যায়। আর নেল এক্সটেনশনে নখ ও আঙুলের চামড়ার সবচেয়ে বেশি ক্ষতি হয়। তাই নেলপলিশ তুলে ফেলুন। পুনরায় নেলপলিশ পরার আগে অন্তত ২৪ ঘণ্টা বিরতি দিন। এতে আপনার নখের রং ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে। এতে ফাঙ্গাল ইনফেকশনের ঝুঁকিও কমবে।
ময়েশ্চারাইজার মাখুন-
নখ ও নখের চামড়ার আর্দ্রতার প্রয়োজন পড়ে। বর্ষায় ফাঙ্গাস ইনফেকশন এড়াতে নখের উপর ময়েশ্চারাইজার মাখুন। এতে নখের কিউটিকলও ভাল থাকবে। প্রয়োজনে আপনি ভিটামিন ই অয়েল কিংবা হ্যান্ড ক্রিমও ব্যবহার করতে পারেন। এতে ফাঙ্গাল ইনফেকশনের ঝুঁকি কমবে।
কাজে আসবে পাতিলেবুর খোসা-
পাতিলেবুর খোসার প্রাকৃতিক এক্সফোলিয়েটর। এর মধ্যে ভিটামিন সি রয়েছে, যা দাগছোপ দূর করে এবং জেল্লা বাড়িয়ে তোলে। এই পাতিলেবুর খোসা আপনি নখের যত্ন নিতেও ব্যবহার করতে পারবেন। পাশাপাশি ফাঙ্গাল ইনফেকশনের ঝুঁকি কমে যাবে।
যে উপায়ে নখে পাতিলেবুর খোসা ব্যবহার করবেন-
পাতিলেবুর খোসা শুকিয়ে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিন। পাতিলেবুর খোসার গুঁড়োর সঙ্গে জল মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন। এই মিশ্রণটি এবার নখের উপর ১০ মিনিট লাগিয়ে রাখুন। এরপর শুকিয়ে গেলে হাত ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’বার এভাবে নখের পাতিলেবুর খোসা মাখলে সহজেই আপনার নখ থেকে হলেদেটে ভাব দূর হয়ে যাবে।
পাতিলেবুর খোসা ছাড়াও আপনি পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন-
লেবুর রসের মধ্যে ব্লিচিং এজেন্ট রয়েছে। নখের জেদি হলদেটে দাগ দূর করতে লেবুর রস লাগান নখের উপর। বেসনের সঙ্গে লেবুর রস মিশিয়ে নখের উপর লাগাতে পারেন। কিংবা গরম জলে লেবুর রসে মিশিয়ে তাতে কিছুক্ষণ আঙুল ডুবিয়ে রাখুন। তারপর হাত শুকনো করে মুছে নিন। এরপর ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।