Train Speed: পাকিস্তানের সবথেকে দ্রুতগতির ট্রেন কি বন্দে ভারতের থেকেও জোরে ছোটে?
Pakistan: কারাকোরাম এক্সপ্রেসের নামকরণ করা হয়েছে উত্তর পাকিস্তানে অবস্থিত কারাকোরাম পর্বতশ্রেণির নাম অনুসারে। ২০০২ সালের ১৪ অগস্ট এই ট্রেন চালু হয়েছিল। সেই সময় পারভেজ মোশারফ সরকারের আমলে পাকিস্তানি ট্রেনগুলোকে উন্নত করা হয়েছিল।
নয়া দিল্লি: ভারতে বিভিন্ন রুটে চলে বিভিন্ন ট্রেন। এখন আর শুধুই রাজধানী বা শতাব্দী এক্সপ্রেস নয়, এমন অনেক ট্রেন আছে যেগুলো খুব দ্রুত চলে। বন্দে ভারত তো আছেই, পাশাপাশি বুলেট ট্রেনের জন্যও প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ভারতের মতোই কি উচ্চগতির ট্রেন রয়েছে পাকিস্তানে? দ্রুততম ট্রেনের তুলনা করলে, কে এগিয়ে থাকবে।
পাকিস্তানের দ্রুততম ট্রেন হল কারাকোরাম এক্সপ্রেস। সে দেশের দুটি বড় শহরকে সংযুক্ত করে এই কারাকোরাম এক্সপ্রেস। যাঁরা ওই রুটে প্রতিদিন যাতায়াত করেন, তাঁদের জন্য এই ট্রেনটি খুবই ভাল। গতি এবং গুণমানের জন্য এটি করাচি এবং লাহোরের মধ্যে যা ভ্রমণকারী মানুষের প্রথম পছন্দ। কারাকোরাম এক্সপ্রেসে রয়েছে ১৩টি ইকোনমি ক্লাস, ৪টি এসি কামরা, ১টি পাওয়ার ভ্যান এবং ১টি লাগেজ কোচ।
কারাকোরাম এক্সপ্রেসের নামকরণ করা হয়েছে উত্তর পাকিস্তানে অবস্থিত কারাকোরাম পর্বতশ্রেণির নাম অনুসারে। ২০০২ সালের ১৪ অগস্ট এই ট্রেন চালু হয়েছিল। সেই সময় পারভেজ মোশারফ সরকারের আমলে পাকিস্তানি ট্রেনগুলোকে উন্নত করা হয়েছিল। এছাড়াও করাচি এক্সপ্রেস, তেজগাম এবং শালিমার এক্সপ্রেসেও পরিবর্তন আনা হয়।
এই ট্রেনটি করাচি-পেশোয়ার রেললাইন, খানওয়াল-ওয়াজিরাবাদ শাখা লাইন, শাহদারা বাগ-সাংলা হিল শাখা লাইন বরাবর চলে। কারাকোরাম এক্সপ্রেস পাকিস্তানের একটি দৈনিক যাত্রীবাহী ট্রেন। এই ট্রেন করাচি এবং লাহোরকে সংযুক্ত করে এবং ১২৪১ কিলোমিটার পথ অতিক্রম করে প্রতিদিন। পাকিস্তানের সবথেকে দ্রুতগতির ট্রেন হলেও কারাকোরাম এক্সপ্রেসের গতি হল ১০৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। অর্থাৎ বন্দে ভারতের সঙ্গে এই ট্রেনের কোনও তুলনাই চলে না। বন্দে ভারতের গতি ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছতে পারে।