J-Beauty: আজকের দিনে রূপচর্চার প্রাথমিক উপায়ই হল জে-বিউটি! এর সম্বন্ধে বিস্তারিত জেনে নিন…

TV9 Bangla Digital | Edited By: শোভন রায়

Sep 29, 2021 | 7:19 AM

মজার ব্যাপার হল, জে-বিউটি শুধু সৌন্দর্য বা স্কিনকেয়ার প্রোডাক্টের মধ্যেই সীমাবদ্ধ নয়।  এই ব্যাপারটা শতাব্দীর বেশি সময় ধরে স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তি, গবেষণা এরকম বিভিন্ন দিকেই ব্যবহার করা হয়ে আসছে।

J-Beauty: আজকের দিনে রূপচর্চার প্রাথমিক উপায়ই হল জে-বিউটি! এর সম্বন্ধে বিস্তারিত জেনে নিন...

Follow Us

কিছু মানুষ সৌন্দর্য এবং ত্বকের যত্ন নেওয়ার বিষয়টা অত্যন্ত জটিল বলে মনে করে। তাঁরা সাধারণত যেগুলো প্রচলিত নিয়ম সেগুলোই মেনে চলে। আর ত্বকের যত্নকে ঘিরে এত বেশি পরিমাণে নিয়ম প্রচলিত আছে যে এগুলো আরও বেশি জটিলতার সৃষ্টি করে।

আজকের দিনে আমরা কী পরব, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আমাদের ত্বকের যত্ন কেমন হবে। বাজারে ব্র্যান্ডগুলি বিভিন্ন পণ্য চালু করেছে ঠিকই, সিরাম থেকে শুরু করে টোনার, লোশনের ছড়াছড়ি আজ। তবে, আজকের দিনে আমাদের মানসিকতার একটা পরিবর্তন এসেছে। আমরা এখন স্কিন মিনিমালিজমের বিষয়টির দিকে খেয়াল রাখছি বেশি। এটি একটি স্বাস্থ্যকর পদ্ধতি।

জে-বিউটি কী?

জে-বিউটি একটি মিনিমালিস্টিক স্কিনকেয়ার পদ্ধতি। এই পদ্ধতিতে আপনাকে আপনার ত্বকের জন্য খুব বেশি প্রোডাক্ট ব্যবহার করতে হবে না। এই পদ্ধতির চাবিকাঠি হল এমন কিছু প্রোডাক্ট ব্যবহার করা যেগুলো আপনার ত্বকের জন্য সত্যিই দরকারি। অর্থাৎ, প্রয়োজন ছাড়া অতিরিক্ত একটাও প্রোডাক্ট ব্যবহার না করা। এভাবে আপনার ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা বেরিয়ে আসে।

একটি প্রাচীন জাপানি ধারণা রয়েছে যা ‘ওয়াবি-সাবি’ নামে পরিচিত। সেই ধারণা থেকেই এই ‘জে-বিউটি’-র ধারণা এসেছে। মজার ব্যাপার হল, জে-বিউটি শুধু সৌন্দর্য বা স্কিনকেয়ার প্রোডাক্টের মধ্যেই সীমাবদ্ধ নয়।  এই ব্যাপারটা শতাব্দীর বেশি সময় ধরে স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তি, গবেষণা এরকম বিভিন্ন দিকেই ব্যবহার করা হয়ে আসছে।

জে-বিউটি রুটিন জেনে নিন এই ৪ ধাপে:

 ১) তেল-ভিত্তিক ক্লিনজার: মেকআপ, অতিরিক্ত সিবাম, সানস্ক্রিন এত কিছু একসঙ্গে ব্যবহার করা বন্ধ করে দিন। একটাই তেল-ভিত্তিক ক্লিনজার নিন আর সেটা দিয়েই ত্বকে আলতো করে ম্যাসাজ করুন। ম্যাসাজ করা হয়ে গেলে হাল্কা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।

 ২) ফোম ক্লিনজার: এর পরে আসে জল-ভিত্তিক ফোমিং ক্লিনজার। এগুলি আপনার ত্বককে আরও গভীরভাবে পরিষ্কার করে। এরা ত্বকের ঘামের মাধ্যমে জমা বর্জ্য, মৃত কোষ এবং অন্যান্য নোংরা বস্তু সরাতে বিশেষ সাহায্য করে থাকে।

 ৩) তরল লোশন: ভাল করে পরিষ্কার করে নেওয়ার পর ত্বককে রিহাইড্রেট করার জন্য আলতো করে কোনও এক প্রকারের হালকা লোশন মুখে লাগিয়ে নিন। একদম অল্প পরিমাণে নেবেন।

 ৪) ময়েশ্চারাইজার: চূড়ান্ত ধাপে আপনি আপনার ত্বকে একটি ময়শ্চারাইজার লাগিয়ে নিন। এটা ত্বকের হাইড্রেশনকে বলতে গেলে লক করে দেয়। পাশাপাশি এটা ত্বককে উজ্জ্বল করতেও সাহায্য করে।

আরও পড়ুন: Aishwarya Rai: ঘরোয়া ফেসমাস্কেই ত্বকের উজ্জ্বলতা বজায় থাকে! একথা অক্ষরে অক্ষরে মানেন প্রাক্তন বিশ্বসুন্দরীও

আরও পড়ুন: Skin Care Tips: শুধু চুলের নয়, খুব সহজ উপায়ে উজ্জ্বল ত্বক পেতে ব্যবহার করুন শিকাকাই পাউডার!

Next Article