শীত মরসুমে আর্দ্রতা বেড়ে যায়। এই কারণে ত্বক শুষ্ক ও নিস্তেজ হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে আপনার ত্বকের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। শীতে ত্বকের সব সমস্যা দূর করতে কাঁচা দুধ আপনার জন্য হতে পারে কার্যকরী উপায়। কাঁচা দুধে এমন অনেক পুষ্টি উপাদান রয়েছে, যা ত্বকের জন্য খুবই উপকারী।
কাঁচা দুধ ত্বককে ভিতর থেকে হাইড্রেট করে এবং শুষ্ক ও প্রাণহীন ত্বককে নরম ও উজ্জ্বল করতে সাহায্য করে। এমনকি যদি আপনার মুখে বয়সের আগেই বলিরেখা থাকে, তাহলেও আপনার কাঁচা দুধ ব্যবহার করতে পারেন। চলুন জেনে নেওয়া যাক কীভাবে ত্বকে কাঁচা দুধ ব্যবহার করবেন এবং এর উপকারিতাগুলি কী-কী।
মুখের শুষ্কতা দূর করতে সহায়ক
৪ টেবিল চামচ দুধে আধা চা চামচ গ্লিসারিন মিশিয়ে তুলোর সাহায্যে ঘাড় থেকে মুখে লাগান। এটি কমপক্ষে ১৫ থেকে ২০ মিনিটের জন্য ত্বকের ওপর রেখে দিন। এরপর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি আপনার ত্বককে খুব নরম করে তুলবে এবং আপনি অল্প সময়ের মধ্যেই এর প্রভাব দেখতে পাবেন।
দাগ অপসারণ করতে সহায়ক
কাঁচা দুধে মধু ও লেবুর রস মিশিয়ে ত্বকের ওপর প্রয়োগ করলে তা দারুণ ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে। আপনি যদি আপনার মুখের ত্বকের কালো ভাবকে হালকা করতে চান, দাগ দূর করতে চান, তাহলে দুই চামচ কাঁচা দুধের সঙ্গে এক চামচ মধু এবং এক চামচ লেবুর রস মিশিয়ে নিন। এই পেস্টটি মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। এর পর মুখ জল দিয়ে পরিষ্কার করুন। অল্প দিনের মধ্যে আপনি নিজেই পার্থক্য লক্ষ্য করতে পারবেন।
ত্বকের মৃত কোষ দূর করতে সহায়ক
ত্বকের মৃত কোষ দূর করতে চাইলে কাঁচা দুধের সাহায্যে স্ক্রাবার তৈরি করুন। এর জন্য ৩ টেবিল চামচ কাঁচা দুধে এক চামচ বেসন ও এক চামচ চিনি মিশিয়ে নিন। এই মিশ্রণটি দিয়ে ঘাড় থেকে মুখে দুই থেকে তিন মিনিট স্ক্রাব করুন। এরপর এভাবে প্রায় ২০ মিনিট রেখে দিন। তারপর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে দুবার এই কাঁচা দুধের স্ক্রাব ব্যবহার করতে পারেন। এতে ত্বক উজ্জ্বল হবে।
উজ্জ্বল ত্বকের জন্য ব্যবহার করুন কাঁচা দুধ
দুধের মধ্যে রয়েছে ল্যাকটিক অ্যাসিড যা ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। অন্যদিকে, শীতে ক্রমাগত ময়েশ্চারাইজার ব্যবহার ফলে ত্বক নিস্তেজ হয়ে পড়ে। আপনিও যদি আপনার নিস্তেজ ত্বকে উজ্জ্বলতা আনতে চান, তাহলে রাতে ঘুমানোর আগে তুলো বল দিয়ে ভালো করে মুখে কাঁচা দুধ লাগান। এরপর পাঁচ মিনিট ম্যাসাজ করে সারারাত রেখে দিন। সকালে মুখ ধুয়ে ফেলুন। কয়েকদিনের মধ্যেই আপনি পার্থক্য লক্ষ্য করতে পারবেন।
আরও পড়ুন: মেয়াদ শেষেও ব্যবহার করতে পারবেন এই মেকআপের পণ্যগুলিকে! কীভাবে, দেখে নিন