Coloured Hair: রঙিন চুলের যত্ন নিতে হলে এই টিপসগুলো অতি অবশ্যই মেনে চলুন, নইলে বিপদ…

TV9 Bangla Digital | Edited By: শোভন রায়

Dec 18, 2021 | 7:18 AM

কীভাবে বাড়িতে রঙিন চুলের বাড়তি যত্ন নেবেন এই প্রশ্ন অনেককেই বেশ ভাবিয়ে তুলেছে। আসুন, জেনে নেওয়া যাক কয়েকটা টিপস যা আপনাকে রঙিন চুলের যত্ন নিতে বিশেষ সাহায্য করবে...

Coloured Hair: রঙিন চুলের যত্ন নিতে হলে এই টিপসগুলো অতি অবশ্যই মেনে চলুন, নইলে বিপদ...

Follow Us

আমরা অনেকেই চুল রং করা পছন্দ করি। বিশেষত চুল রং করা যে আধুনিক ফ্যাশনের একটা অংশ হয়ে উঠেছে সেই বিষয়ে কোনও সন্দেহই নেই। আর সেই সুত্রেই ইদানীং সাজগোজের একটা অঙ্গ হিসাবে চুলে বিভিন্ন রং করে থাকেন অনেকে। চুলে রং করার পর চুলের বাড়তি যত্ন না নিলে চুলের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। চুলের যত্নে এবং দীর্ঘদিন চুলের রং ধরে রাখতে প্রয়োজন বাড়তি যত্নের। কীভাবে বাড়িতে রঙিন চুলের বাড়তি যত্ন নেবেন এই প্রশ্ন অনেককেই বেশ ভাবিয়ে তুলেছে। আসুন, জেনে নেওয়া যাক কয়েকটা টিপস যা আপনাকে রঙিন চুলের যত্ন নিতে বিশেষ সাহায্য করবে…

সঠিক নিয়মে শ্যাম্পু:

চুলে রং করার পরে বাড়ি ফিরেই শ্যাম্পু করবেন না। এতে চুলে রং বসার আগেই তা হাল্কা হয়ে যায়। তাই রং করার অন্তত ৪৮ ঘণ্টা পার করে শ্যাম্পু করুন। ঘন ঘন শ্যাম্পু ভুলেও করবেন না। এতে চুল যেমন পাতলা হয়ে যেতে পারে তেমনই চুলের রঙ ও তাড়াতাড়ি উঠে যেতে পারে।

রঙিন চুলের উপযোগী পণ্য:

সাধারণ চুল এবং রঙিন চুলের যত্নে প্রয়োজনীয় পণ্যের মধ্যে যথেষ্ট পার্থক্য। চুলের রং ধরে রাখতে চাইলে রঙিন চুলের উপযোগী পণ্যেই ব্যবহার করুন। রঙিন চুলে শ্যাম্পু ও কন্ডিশনার লাগানোর আগে দেখে নিন সেগুলিতে যেন এসএলএস ও অ্যালকোহল না থাকে। এই পদার্থগুলি চুলের রং অনেকসময় ফিকে করে দেয়। রং লাগানোর পর চুল যাতে রুক্ষ না হয়ে যায় সেই জন্যে যেসকল পণ্যে পুষ্টিকর উপাদান আছে সেগুলি ব্যবহার করুন।

রঙিন চুলে গরম জল নেওয়া যাবে না:

চুলে রং করার পর ভুল করেও গরম জলে স্নান বা শ্যাম্পু করবেন না। গরম জল চুলের আর্দ্রতাকে নষ্ট করে সেই সঙ্গে চুলের রংও ফিকে করে দিতে পারে। তাছাড়া রঙিন চুলে গরম জলের ব্যবহার চুলকে গোড়া থেকে আলগা করে দিতে পারে। যার ফলে খুব কম সময়ের মধ্যেই চুল পাতলা হয়ে যায়, এমনকি ঝরেও যেতে পারে।

রঙিন চুলের বাড়তি যত্ন:

রং করা চুলের ক্ষেত্রে একটু ভারী হেয়ার মাস্ক এবং তেল মালিশ করলে ভাল হয়। সপ্তাহে অন্তত দু’ থেকে তিনবার স্পা করা (বাড়িতেই) বাঞ্ছনীয়, যাতে চুল রং করার ক্ষতিকর উপাদান চুলের ক্ষতি করতে না পারে। যত বেশি আপনি এই পদ্ধতিগুলো মেনে চলবেন, চুলের রঙ তত বেশি খুলবে আর তত বেশি দিন পর্যন্ত থাকবে।

এছাড়া রঙিন চুলে চুল শুকোনোর বা সোজা করার যন্ত্রব্যবহার একদমই উচিত নয়। এছাড়াও এসপিএফ যুক্ত কন্ডিশনার করলে ভাল হয়।

আরও পড়ুন: Christmas Beauty Tips: ডিসেম্বর মানেই পার্টি মুড! ক্রিসমাসে ত্বককে গ্লোয়িং করতে রইল কিছু জরুরি বিউটি টিপস

আরও পড়ুন: Makeup Products: মেয়াদ শেষেও ব্যবহার করতে পারবেন এই মেকআপের পণ্যগুলিকে! কীভাবে, দেখে নিন

Next Article