পোস্ট-কোভিডে চুল ঝরে পাতলা হয়ে যাচ্ছে! নতুন চুল গজাতে ব্যবহার করুন এই ভেষজ তেল

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Aug 11, 2021 | 6:01 PM

বিশেষজ্ঞদের মতে, এই অভিযোগ কোনও মিথ্যা নয়। তবে উদ্বেগের মতো পরিস্থিতি কিছু হয়নি। এই সমস্যা ৩-৪ মাস পর বন্ধ হয়ে যাবে।

পোস্ট-কোভিডে চুল ঝরে পাতলা হয়ে যাচ্ছে! নতুন চুল গজাতে ব্যবহার করুন এই ভেষজ তেল
ছবিটি প্রতীকী

Follow Us

করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে ওঠার পরই অধিকাংশই চুল পড়ে যাওয়ার মতো মারাত্মক সমস্যা নিয়ে অভিযোগ করেছেন। পোস্ট-কোভিডের পর প্রচুর পরিমাণে চুল ঝরে যাওয়া এটি অন্যতম পার্শ্ব-প্রতিক্রিয়া। বিশেষজ্ঞদের মতে, এই অভিযোগ কোনও মিথ্যা নয়। তবে উদ্বেগের মতো পরিস্থিতি কিছু হয়নি। এই সমস্যা ৩-৪ মাস পর বন্ধ হয়ে যাবে। তবে করোনার প্রভাবেই এই মারাত্মক সমস্যা তৈরি হয়েছে বলে বহু চিকিত্সকরা মতপ্রকাশ করেছেন। তবে এই ব্যাপারে কিছু প্রতিকারও রয়েছে। নতুন করে মাথায় চুল গজানোর জন্য মেথির তেল ব্যবহার করতে পারেন। উপকার পাবেন।

প্রাকৃতিকভাবে চুলের পরিচর্চা করলে চুলের নানা সমস্যা দূর হয়ে যায়। পোস্ট কোভিড চুল ঝরে যাওয়ার মতো সমস্যাকে প্রতিরোধ করতে দরকার প্রাকৃতিক উপায়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রকৃতিগতভাবেই চুল ঝরে যায় আবার গজিয়েও ওঠে। তবে এই ভাইরাসের প্রভাব যে কতটা তা এখনও এর তল খুঁজে পাওয়া যায়নি। প্রাকৃতিক কিছু ভেষজ তেল রয়েছে, যা চুল পড়া রোধ করতে পারে।

মেথির তেল

বহু প্রাচীনকাল থেকেই চুলের পরিচর্চায় মেথির ব্যবহার অনস্বীকার্য।মেথি চুলের বৃদ্ধি ঘটাতে অত্যন্ত কার্যকরী। কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন ও প্রোটিনের পুষ্টিগুণ। তাই বাড়িতেই মেথি দিয়ে তেল বানিয়ে চুলের গোড়ায় মাখতে পারেন তবে, এই উপকারী ও ভেষজ তেল বাড়িতে বানাবেন কীভাবে?জেনে নিন একনজরে….

চুল বৃদ্ধিতে ও নতুন করে চুল গজানোর জন্য মেথির তেল ব্যবহার করা ভাল। কী ভাবে বানাবেন, তার জন্য রয়েছে খুব সহজ একটি পদ্ধতি- একটি পাত্রের মধ্যে ৪ টেবিলস্পুন মেথি ও এক বাটি নারকেল তেল, কারি পাতা নিন। এবার একটি প্যানের মধ্যে নারকেল তেল গরম করুন ১০ মিনিট। মাঝারি আঁচে। তাতে মেথি ও কারি পাতা দিয়ে আরও অল্প ফুটতে দিন। ফুটে উঠলে আভেন থেকে নামিয়ে ঠান্ডা করতে দিন। এবার একটি গ্লাস বোতলের মধ্যে ওই তেলটি ঝেঁকে বা এমনিই রেখে দিতে পারেন। মাথায় তেল দেওয়াওর আগে এই মিশ্রণটি ২-৩দিন আগে করুন। সপ্তাহে দুবার করে এই ভেষজ তেল ব্যবহার করলে ম্যাজিকের মতোন উপকার পাবেন।

আরও পড়ুন: Hair Care: শ্যাম্পু করার সময় এই ৫ ভুলই বিপদ ডেকে আনে! জেনে নিন সেগুলি কী কী…

Next Article