Hair Care: শ্যাম্পু করার সময় এই ৫ ভুলই বিপদ ডেকে আনে! জেনে নিন সেগুলি কী কী…

বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়া, স্ট্রেসের পাশাপাশি আরও কিছু কারণ রয়েছে যার কারণে অজান্তেই ঝরে যাচ্ছে চুল।

Hair Care: শ্যাম্পু করার সময় এই ৫ ভুলই বিপদ ডেকে আনে! জেনে নিন সেগুলি কী কী...
শ্যাম্পু করার সময় এই ৫ ভুলই বিপদ ডেকে আনে
Follow Us:
| Edited By: | Updated on: Aug 11, 2021 | 9:06 AM

চকচকে ও মসৃণ চুল পেতে কে না চায়! কিন্তু সেই ইচ্ছে অধরাই থেকে যায়। কারণ রোগভোগ, জলবায়ু, স্ট্রেসের কারমে মানুষের চুল নিয়ে অভিযোগের অন্ত নেই। অকালে গোছা গোছা চুল পড়ে গিয়ে মানসিকভাবে অনেকই বিধ্বস্থ। চুল পড়ার কারণ কি, কেন হচ্ছে, তার হদিশ পেতে চিন্তাতেই আরও চুলের বারোটা বেজে যাচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়া, স্ট্রেসের পাশাপাশি আরও কিছু কারণ রয়েছে যার কারণে অজান্তেই ঝরে যাচ্ছে চুল। চুলের গড়ন ও প্রকৃতি অনুসারে শ্যাম্পু ব্যবহার না করার মতো এমন কিছু কিছু ভুল করার ফলেই বাড়ছে চুল পড়া, পেকে যাওয়ার মতো সমস্যাগুলি।

একটি সমীক্ষায় জানা গিয়েছে, ১০ হাজারেরও বেশি চুল ঝরে যাওয়া নিয়ে নাজেহাল ব্যক্তি চুলের প্রোডাক্ট নির্বাচন করার মতো ভুল স্বীকার করেছেন। চুলের জন্য সঠিক পণ্য ব্যবহার না করার ফলেই বেড়ে চলেছে চুলের সমস্যা।

সোডিয়াম লরিল সালফেট (Sodium lauryl sulphate), অ্যামোনিয়াম লরাইল সালফেট (Ammonium Lauryl Sulfate )-যুক্ত শ্যাম্পু

অ্যানিমিক সালফেটযুক্ত শ্যাম্পুগুলি যেমন SLS, ALS চুলের উপর নেগেটিভ প্রভাব ফেলে। তার কারণে চুল চ্যাটচ্যাটে হয়ে যায়, চুলের গোড়া দুর্বল হয়ে পড়ে। যে কোনও শক্তিশালী ক্লিনজার চুলের কিউটিকলের স্তরকে ক্ষয় করে চুলের ত্বককে শুষ্ক করে তোলে ও চুল ভেঙে দেওয়ার প্রবণতা দেখা যায়।

অনেক উপাদানের সঙ্গে ভেষজ শ্যাম্পু ব্যবহার

জৈব ও ভেষজ উপাদান-যুক্ত H+আয়ন সমৃদ্ধ যা মাথার ত্বকে পিএইচ বারসাম্যহীন করতে প্রধান ভূমিকা পালন করে।মথারা ত্বকের আদর্শ পিএইচ ৪.৫-৫.৫ পরিসরের মধ্যে থাকা উচিত। যে কোনও পণ্যের অতিরিক্ত উপাদান অবশ্যই এড়িয়ে চলা ভাল।

মাথার ত্বকের ঘর্ষণ করা

শ্যাম্পু ব্যবহারের সময় মাথার ত্বকে বা স্ক্যাল্পে জোরে জোরে ঘর্ষণ করলে চুলের গোড়ায় প্রচুর ক্ষতি হয়। চুল থেকে ময়লা দূর করার জন্য রগড়ে তোলা প্রাচীনকালে পদ্ধতি থাকতে পারে, কিন্ত চুলের কিউটিকল তৈরির জন্য এটি একটি অন্যতম প্রধান কারণ। সঠিক পুষ্টি শোষণের জন্য এগুলি অযোগ্য বলে প্রমাণ করে।

শ্যাম্পুর পর চুল ভাল করে না ধুলে

শ্যাম্পু করার সময় সবচেয়ে ও সাধারণ যে ভুলটি করা হয়, তা হল আলতোভাবে না করে, জোরে জোরে স্ক্যাল্পে চাপ প্রয়োগ করে নোংরা বা মাথার ময়লা দূর করা হয়। চুল ভেজালেই তা সংবেদশীল হয়ে যায় ৫গুণ। তাই সেইসময় বেশি করে চুল পড়ে যাওয়ার সম্ভাবনা বাড়ে। তাই শ্যাম্পু করার সময় সতর্ক থাকুন।

আরও পড়ুন: ‘এলেবেলে’ করলার ফেস প্যাকের গুণেই হবে ত্বকের সম্পূর্ণ পরিচর্চা!