AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আইব্রো শেপ করতে গিয়ে আপনি কি এইগুলোই ভাবেন?

১০টা ভাবনার বিষয় তুলে ধরার চেষ্টা করলাম আমরা। আপাতদৃষ্টিতে মজার মনে হলেও এই একই ভাবনা ভাবেন অনেকেই। আপনার ভাবনার সঙ্গে এই ভাবনাগুলির মিল রয়েছে কি?

আইব্রো শেপ করতে গিয়ে আপনি কি এইগুলোই ভাবেন?
| Edited By: | Updated on: Mar 17, 2021 | 3:41 PM
Share

আপনার রূপ রুটিনের (beauty tips) অন্যতম অঙ্গ আইব্রো শেপ করা। পার্লারে গিয়ে প্রফেশনালের কাছে আইব্রো শেপ করার অভিজ্ঞতা অল্প-বিস্তর সকলেরই রয়েছে। মজার বিষয় হল, আইব্রো শেপ করার সময় প্রত্যেক মহিলাই কিছু সাধারণ বিষয় নিয়ে ভাবেন। কখনও ভাবনার বিষয় দুই ভুরুর সমান শেপ, কখনও বা যে প্রফেশনাল আইব্রো শেপ করিয়ে দিচ্ছেন, তাঁর কাজ নিয়ে ভাবতে থাকেন মহিলারা।

তেমনই ১০টা ভাবনার বিষয় তুলে ধরার চেষ্টা করলাম আমরা। আপাতদৃষ্টিতে মজার মনে হলেও এই একই ভাবনা ভাবেন অনেকেই। আপনার ভাবনার সঙ্গে এই ভাবনাগুলির মিল রয়েছে কি? জানাতে পারেন আমাদের।

১) এই তো কয়েকদিন আগেই শেপ করলাম, এত তাড়াতাড়ি আইব্রো বেড়ে যায় কেন?

আরও পড়ুন, দোলের আগে ত্বক এবং চুলের যত্ন নেবেন কীভাবে?

২) পার্লারের আলোতে আইব্রো অনেক বেশি ঘন লাগছে!

৩) উফ্, আবার ব্যথা লাগবে। আবার সহ্য করতে হবে।

৪) এত তাড়াতাড়ি করে শেপ করে দিচ্ছেন প্রফেশনাল, ঠিক মতো করবেন তো?

৫) উনি একটু ধীরে করলে কি কম ব্যথা লাগবে? আমি কি একটু অপেক্ষা করে ফের শেপ করতে বলব?

৬) কেন যে বাড়িতে আইব্রো শেপ করতে পারি না! অন্তত ব্যথা লাগলে জোরে চিৎকার করতে পারতাম!

আরও পড়ুন, ত্বক এবং চুল ভাল রাখতে ভদকা কতটা উপকারী?

৭) বাঁদিকের ভুরু কি ডানদিকের তুলনায় বেশি সরু হয়ে গেল?

৮) আমি কি প্রফেশনালকে আর একবার দেখে নিতে অনুরোধ করব, নাকি আইব্রো পেন্সিল দিয়ে সেট করে নেব নিজেই?

৯) না! আর একবার দেখে নিতে বলি, আফটার অল এই কাজটার জন্য ওঁকে পারিশ্রমিক দিচ্ছি আমি…।

১০) দুই ভুরুর মাঝের অংশটা আরও পরিচ্ছন্ন হবে, ঠিক মতো শেপ করেননি!

আরও পড়ুন, করোনার ফলে বিউটি রুটিনে কোন কোন পরিবর্তন এসেছে?