Dry Feet: শীতকালে পা শুষ্ক হয়ে যাচ্ছে? চটজলদি প্রতিকার পাবেন কীভাবে, অকপট মৌনি রায়
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ত্বকের পরিচর্চা নিয়ে নানা টিপস শেয়ার করেছেন এই বঙ্গতনয়া। এমনিতেই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় মৌনি।
ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের ত্বকের চাহিদা ও প্রয়োজনীয়তা পাল্টে যায়। ঠান্ডা আবহে জল-ভিত্তিক পণ্যগুলি নয়, বরং ক্রিম-ভিত্তিক পণ্যগুলির সঙ্গে পরিবর্তন করার সময় এসেছে। শীতকালে অনেকরই শুষ্ক পায়ের সমস্যা থাকে। আর যদি সেই সমস্যাকে এড়িয়ে গেলে তা আরও যন্ত্রণাদায়ক হয়ে ওঠে। তবে যদি এই সমস্যার মুখোমুখি হলে চিন্তার কিছু নেই। শুকনো হয়ে যাওয়া পাকে আর্দ্র করে তোলার সহজ উপায় নিয়ে মুখ খুলেছেন খোদ বলি-অভিনেতা মৌনি রায়।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ত্বকের পরিচর্চা নিয়ে নানা টিপস শেয়ার করেছেন এই বঙ্গতনয়া। এমনিতেই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় মৌনি। প্রায়শই ভক্তদের সঙ্গে সৌন্দর্যের গোপন রহস্য নিয়ে নানাবিধ টিপস শেয়ার করেন তিনি। শুধু অসাধারণ চুলের জন্যই নয়, মৌনির উজ্জ্বল ত্বকও যে কোনও অভিনেত্রীকে ঈর্ষান্বিত করে তুলতে পারে। সোশ্যাল মিডিয়াতেই নয়, একটি অ্যাওয়ার্ড শোতে, শুষ্ক পায়ের সমস্যা দূর করার জন্য একটি সাধারণ হ্যাক শেয়ার করেছিলেন। অভিনেত্রী জানিয়েছিলেন, নিয়মিত পেট্রোলিয়াম জেলি ব্যবহার করলে শুষ্ক পায়ের সমস্যা দূর হয়ে যায়। পাশাপাশি সরষের তেল প্রয়োগ কলেও পায়ের নীচের অংশ গরম হয়ে ওঠে।
অভিনেত্রী শেয়ার করে বলেছিলেন, যে কেউ পায়ের তালুতে সরষের তেল দিয়ে মালিশ করলে পায়ের শুষ্কতা দূর হয়ে যায়।
পায়ের শুষ্কতা দূর করার জন্য সরষের তেলের উপকারিতা কী কী
– সরষের তেল নিয়মিত ব্যবহার করলে পা নরম থাকে। ফাটা গোড়ালি সারিয়ে তুলতেও সাহায্য করে।
– শুষক পা থেকে মুক্তি পাওয়ার পাশাপাশি সরষের তেল দিয়ে নিয়মিত পা ম্যাসাজ করলেও রক্ত সঞ্চালন ভাল হয়।
অনেকেই বিশ্বাস করেন যে পায়ে সরষের তেল ব্যবহার করলে মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া যায়।
– সরষের তেল দিয়ে ভাল করে মাসাজ করলে স্বাস্থ্যকর ঘুম হয়।
প্রসঙ্গত, কলেজে পড়ার পাশাপাশি টেলিভিশন বিনোদন জগতে পা রাখেন মৌনি রায়। তারপর আর কেরিয়ারের জন্য পিছনের দিকে ফিরে তাকাতে হয়নি। ২০১৮ সালে অক্ষয় কুমার অভিনীত গোল্ড সিনেমা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন। আসন্ন ব্রহ্মাস্ত্র সিনেমাতেও দেখা যাবে তাঁকে। পরিচালক অয়ন মুখোপাধ্যায় ও করণ জোহারের ধর্মা প্রোডাকশনের ব্রহ্মাস্ত্র সিনেমায় অভিনয় করছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর।
আরও পড়ুন: Winter Skin Care Tips: শীতের দিনগুলিতে ত্বককে হাইড্রেটেড রাখবেন কীভাবে? মেনে চলুন এই ১০টি জরুরি টিপস