Mangoes Face Pack: বাজারে ছেয়েছে পাকা হিমাসাগর, এই সুযোগে রুখে দিন ত্বকের বার্ধক্য

TV9 Bangla Digital | Edited By: megha

May 17, 2023 | 11:59 AM

Skin Care Tips: ক্যালোরির ভয়ে অনেকেই এড়িয়ে যান পাকা আম। আম না খেলেও মুখে মাখতে পারেন। হ্যাঁ, পাকা আম দিয়ে নিতে পারেন ত্বকের যত্ন। নিয়মিত মুখে আম মাখলে আপনি সহজেই বয়সের ছাপ রুখে দিতে পারবেন। রূপচর্চায় কী ভাবে আম ব্যবহার করবেন, রইল টিপস।

Mangoes Face Pack: বাজারে ছেয়েছে পাকা হিমাসাগর, এই সুযোগে রুখে দিন ত্বকের বার্ধক্য

Follow Us

পাকা আমের জন্য গ্রীষ্মকালের জন্য মুখিয়ে থাকে সকলে। মে মাস হল সেই সময় যখন বাজারে দেখা মেলে পাকা হিমসাগরের। কিন্তু ক্যালোরির ভয়ে অনেকেই এড়িয়ে যান পাকা আম। আম না খেলেও মুখে মাখতে পারেন। হ্যাঁ, পাকা আম দিয়ে নিতে পারেন ত্বকের যত্ন। ফলের রাজা যেহেতু তাই এর কোনও গুণ থাকবে না, এমন হয় না। পাকা আমের মধ্যে প্রয়োজনীয় ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ত্বকের জন্য উপকারী। তাছাড়া নিয়মিত মুখে আম মাখলে আপনি সহজেই বয়সের ছাপ রুখে দিতে পারবেন। রূপচর্চায় কী ভাবে আম ব্যবহার করবেন, রইল টিপস।

স্ক্রাব বানিয়ে নিন

ত্বকের উপর মরা কোষ জমে জেল্লা হারিয়ে যায়। তার উপর ঘাম, ধুলোবালি, ময়লা ত্বকের জেল্লা কেড়ে যায়। এক্ষেত্রে আমের তৈরি স্ক্রাব ব্যবহার করলে উপকার পেতে পারেন। ২ চামচ পাকা আমের নির্যাস বের করে নিন। এই পাকা আমের পাল্প ম্যাশ করে নিন। এতে ১ চামচ ওটসের গুঁড়ো ভাল করে মিশিয়ে নিন। এবার এই স্ক্রাবটি ত্বকের উপর লাগিয়ে হালকা হাতে ঘষতে থাকুন। ২ মিনিট পর সাধারণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

টকদই ও আমের ফেসপ্যাক

ত্বকের বার্ধক্য রুখে দিতে আপনি আমের ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। ২ চামচ পাকা আমের নির্যাস নিন। ম্যাশ করে নেবেন। এর মধ্যে ৩ চামচ টকদই ও ৩ চামচ মুলতানি মাটি মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটা ভাল করে মুখে লাগিয়ে নিন। ফেসপ্যাক শুকিয়ে গেলে জল দিয়ে মুখ ধুয়ে নিন। এই ফেসপ্যাক আপনার ত্বকের অতিরিক্ত তেলও অপসারণ হয়ে যাবে।

গোলাপ জল দিয়ে মাখুন পাকা আম

আপনার ত্বক যদি সংবেদনশীল হয়, তাহলে আমের সঙ্গে গোলাপ জল মিশিয়ে ব্যবহার করতে পারেন। ২ চামচ পাকা আমের নির্যাস নিয়ে ম্যাশ করে নিন। এবার এতে ২ চামচ গোলাপ জল মিশিয়ে নিন। এবার এটা মুখ ও গলায় ভাল করে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে সাধারণ জল দিয়ে মুখ ধুয়ে নিন। এই ফেসপ্যাক আপনার ত্বকের আর্দ্রতা বজায় রাখবে এবং ত্বকের জেল্লা বাড়বে।

Next Article