AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dry Skin Care Tips: শীতে হাতের চামড়া ওঠে? জানুন এর কারণ ও ঘরোয়া প্রতিকার

Winter Skin Care: হাফ কাপ কাঁচা দুধ আর হাফ কাপ গরম জল একসঙ্গে মিশিয়ে নিন। এবার তা তুলোতে ভিজিয়ে ভাল করে হাতে ঘষে নিন। এতে ত্বক ভাল থাকবে আর নরম থাকবে

Dry Skin Care Tips: শীতে হাতের চামড়া ওঠে? জানুন এর কারণ ও ঘরোয়া প্রতিকার
শীতে ত্বকের যত্ন নিন এইভাবে
| Edited By: | Updated on: Jan 10, 2023 | 6:09 PM
Share

শীতে অনেকেরই হাতের চামড়া ওঠে। আর সাদা ফোস্কা ওঠার মত হাতের চামড়া উঠলে দেখতে খুব খারাপ লাগে। সেই সঙ্গে হাত খসখসে হয়ে যায়। এছাড়াও অনেকের দাঁত দিয়ে হাতের চামড়া কাটার অভ্যাস থাকে। তাদেরও হাত খসখসে হয়ে যায়। শীতে এমনিতেই বাতাসে আর্দ্রতার পরিমাণ কম থাকে। ফলে চামড়া এমনিই শুষ্ক থাকে। অনেকেরই হাতের সঙ্গে পায়ের চামড়াও ওঠে। পায়ের পাতায় ফুটো ফুটো সাদা দাগ হয়ে থাকে। হাতে-পায়ে এভাবে চামড়া উঠে থাকলে বাইরে বেরোতেও লজ্জা করে। সেই সঙ্গে চামড়া ওঠা হাতে খেতে লজ্জা তো করেই। তাই শীতে মুখের পাশাপাশি যত্ন নিন হাত-পায়েরও। তবে এই শুকনো উঠতে থাকা চামড়া খুব জোর করে ছিঁড়তে যাবেন না. স্বাভাবিক ভাবে যেটুকু সম্ভব সেটুকুই তুলুন।  এসব বাদ দিয়ে কাজে লাগান ঘরোয়া এই সব টোটকা-

গুঁড়ো দুধ, চিনি আর অলিভ অয়েল একসঙ্গে ভাল করে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণ হাতের তালুতে ২০ মিনিট ভাল করে লাগিয়ে রাখুন। এরপর হাত ঘষে ঘষে ধুয়ে নিন ইষদুষ্ণ গরম জলে। এরপর সামান্য নারকেল তেল হাতে লাগিয়ে রাখুন। এভাবে লাগিয়ে রাখলে হাত নরম হবে। সপ্তাহে একদিন এই মিশ্রণ লাগালেই কাজ হবে।

রোজ স্নানের আগে অলিভ অয়েল ভাল করে হাতে ম্যাসাজ করে নিন। অলিভ অয়েলের মধ্যে থাকে বিভিন্ন ফ্যাটি অ্যাসিড ও অ্যান্টি অক্সিডেন্ট। অলিভ অয়েল না পেলে নারকেল তেল ব্যবহার করতে পারেন। দুপুরে স্নানের পর রোজ হাতে ম্যাসাজ করুন। সমস্যা কমবেই।

হাফ কাপ কাঁচা দুধ আর হাফ কাপ গরম জল একসঙ্গে মিশিয়ে নিন। এবার তা তুলোতে ভিজিয়ে ভাল করে হাতে ঘষে নিন। এতে ত্বক ভাল থাকবে আর নরম থাকবে। রোজ করতে পারলে খুব ভাল ফল পাবেন।

গোলাপ জল, লেবুর রস, কাঁচা দুধ একসঙ্গে ভাল করে মিশিয়ে নিন। এবার তা হাতে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে তা ধুয়ে নিন। যদি দিনের মধ্যে দুবার করতে পারেন তাহলে খুবই ভাল। সমস্যা মিটবে তাড়াতাড়ি।