Hair Mask: ঝলমলে চুল পেতে চান? আজই ট্রাই করুন কফির তৈরি হেয়ার মাস্ক

TV9 Bangla Digital | Edited By: megha

Mar 06, 2022 | 12:02 PM

Coffee Hair Mask: কফিতে বিভিন্ন প্রাকৃতিক উপাদান মিশিয়ে হেয়ার মাস্ক তৈরি করতে পারেন। কীভাবে ভাবছেন? চলুন দেখে নেওয়া যাক...

Hair Mask: ঝলমলে চুল পেতে চান? আজই ট্রাই করুন কফির তৈরি হেয়ার মাস্ক
কফির গুণে সুন্দর করে তুলুন আপনার চুলকেও।
Image Credit source: istockphoto.com

Follow Us

এক কাপ কফি (Coffee) যে এক নিমিষে শরীরের সব ক্লান্তি দূর করে দেয়, সে কথা কফি লাভাররা এক কথায় স্বীকার করবে। একই সঙ্গে ত্বকের ওপরও দারুণ কাজ করে কফি। কিন্তু চুলের ক্ষেত্রে (Hair Care) এই উপাদানটি কতটা সহায়ক? স্ক্যাল্পকে এক্সফোলিয়েট করতে সাহায্য করে কফি। কফি চুলকে উজ্জ্বল, মজবুত ও স্বাস্থ্যবান রাখতে সাহায্য করে। এটি চুলের বৃদ্ধিতেও সাহায্য করে। কফিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য। এটি শ্যাম্পু, কন্ডিশনার এবং সিরাম তৈরিতেও ব্যবহৃত হয়। আপনি সহজেই ঘরে বসে চুলের জন্য নিজের কফি হেয়ার মাস্ক (Hair Mask) তৈরি করতে পারেন। এটি আপনার চুলের জন্য খুবই উপকারী। কফিতে বিভিন্ন প্রাকৃতিক উপাদান মিশিয়ে হেয়ার মাস্ক (Home Remedies) তৈরি করতে পারেন। কীভাবে ভাবছেন? চলুন দেখে নেওয়া যাক…

কফি এবং নারকেল তেলের চুলের মাস্ক

একটি প্যানে ২ কাপ নারকেল তেল গরম করুন। এতে ১/৪ কাপ রোস্টেড কফি বিন যোগ করুন। ঢাকনা বন্ধ রেখে অল্প আঁচে রান্না করুন। খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। এবার গ্যাস বন্ধ করুন। কফি বিনগুলি আলাদা করতে তেল ফিল্টার করে নিন। কাচের বোতলে ভরে রাখুন। শ্যাম্পু করার আগে এই তেল দিয়ে মাথার ত্বকে ম্যাসাজ করুন। ১ ঘণ্টা রেখে এরপর হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

কফি এবং ক্যাস্টর অয়েলের হেয়ার মাস্ক

এর জন্য ১ চা চামচ কফি পাউডার নিন। ২ চামচ ক্যাস্টর অয়েল নিন। এগুলো একসঙ্গে মেশান। এই মিশ্রণটি স্ক্যাল্পে ও সম্পূর্ণ চুলে লাগান। ৩০ থেকে ৪০ মিনিটের জন্য এটি রেখে দিন। এরপর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার বা দুইবার এটি ব্যবহার করতে পারেন।

কফি এবং অ্যালোভেরা হেয়ার মাস্ক

১ টেবিল চামচ কফি পাউডার এবং ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল নিন। এগুলি একসঙ্গে মিশ্রিত করুন এবং এই মিশ্রণটি স্ক্যাল্পে ও সম্পূর্ণ চুলে লাগান। ৩০ থেকে ৪০ মিনিটের জন্য এটি রেখে দিন। এরপর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার বা দুইবার এটি ব্যবহার করতে পারেন।

কফি এবং দই হেয়ার মাস্ক

এর জন্য আধ কাপ দই নিন। তাতে এক টেবিল চামচ কফি পাউডার যোগ করুন। ভালো করে মিশিয়ে নিন। এটি স্ক্যাল্পে ও সম্পূর্ণ চুলে লাগান। ৩০ থেকে ৪০ মিনিটের জন্য এটি রেখে দিন। এরপর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার বা দুইবার এটি ব্যবহার করতে পারেন।

কফি এবং জলপাই তেল

এক টেবিল চামচ কফি পাউডারের সঙ্গে ২ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে একটি মাস্ক তৈরি করুন। এটি স্ক্যাল্পে ও সম্পূর্ণ চুলে লাগান। ৩০ থেকে ৪০ মিনিটের জন্য এটি রেখে দিন। এরপর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার বা দুইবার আপনি হেয়ার মাস্কটি ব্যবহার করতে পারেন।

আরও পড়ুন: খাওয়ার পাশাপাশি মাছের তেলকে রূপচর্চাতেও কাজে লাগান! পার্থক্যটা কয়েকদিনেই চোখে পড়বে

Next Article