মেকআপ (Make Up) করেও মুখের এই অবাঞ্ছিত লোমগুলো (Facial Hair) আপনি ঢাকতে পারবেন না। এই অবাঞ্ছিত লোম থেকে মুক্তির জন্য অনেকেই নানান পদ্ধতি অবলম্বন করে থাকেন। অনেকে পার্লারে গিয়ে থ্রেডিং (Threading) বা ওয়াস্কিং (Waxing) করান। দীর্ঘ মেয়াদে এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনি বেছে নিতে পারেন কিছু ঘরোয়া উপায় (Home Remedies for Unwanted Facial Hair)। এসব উপায় বা কয়েকটি ঘরোয়া ফেসপ্যাকে আপনি সহজেই মুখের অবাঞ্ছিত লোম থেকে মুক্তি পেতে পারেন। চলুন জেনে নিই ফেসপ্যাকগুলো (Face Packs) কীভাবে ব্যবহার করবেন-
১) বেসন, হলুদ ও গোলাপজল:
এই তিনটি উপাদান দিয়ে তৈরি প্যাক মুখের লোম পরিষ্কার করার পাশাপাশি ত্বক ভাল রাখতেও সাহায্য করে। এই ফেসপ্যাক ত্বককে আর্দ্র কোমল রাখতে সাহায্য করে। একটি বাটিতে সমপরিমাণ বেসন ও হলুদ গুঁড়ো নিয়ে তাতে গোলাপজল মিশিয়ে নিন। এরপর এই পেস্টটি মুখে লাগিয়ে রাখুন বেশ কিছুক্ষণ। ১৫-২০ মিনিট পর শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন।
২) বেসনের প্যাক:
অবাঞ্ছিত লোম দূর করতে ব্যবহার করতে পারেন বেসন। একটি বাটিতে ৪ টেবিল চামচ বেসন, ১ চা-চামচ হলুদ গুঁড়ো, ১ চা-চামচ ক্রিম এবং ৩ চা-চামচ দুধ নিয়ে খুব ভালোভাবে মিশ্রিত করুন। পেস্টটি ঘন না হওয়া পর্যন্ত সব উপাদান মেশান। তারপর পুরো মুখে এই পেস্ট লাগিয়ে শুকাতে দিন। একেবারে শুকিয়ে গেলে ভেজা তুলার সাহায্যে তুলে ফেলুন। নিয়মিত ব্যবহার করতে পারেন এই প্যাকটি।
৩) ডিমের সাদা অংশের প্যাক:
ডিমের সাদা অংশে ১ চা-চামচ কর্নস্টার্চ এবং ১ চা-চামচ চিনি যোগ করুন। এই তিনটি উপাদান ভাল করে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এবার মুখে লাগিয়ে অপেক্ষা করুন অন্তত ৩০ মিনিট। পেস্টটি শুকিয়ে শক্ত হয়ে গেলে মাস্কটি আলতো ভাবে ভেজা তুলার সাহায্যে তুলে ফেলুন। এতে ফেসিয়াল হেয়ার ওঠার পাশাপাশি ত্বকের মৃত কোষও উঠে যাবে।
৪) কলা এবং ওটমিল স্ক্র্যাব:
যাদের ড্রাই স্কিন, তাদের জন্য এই প্যাকটি সবচেয়ে কার্যকরী। এটি শুধু মুখের লোমই দূর করবে না, পাশাপাশি ভিটামিন এবং খনিজ সরবরাহের মাধ্যমে মুখের ত্বকে পুষ্টি জোগাবে। এই স্ক্র্যাব তৈরি করতে অর্ধেক পাকা কলা নিয়ে ম্যাশ করে নিন। এরপর ম্যাশ করা কলার সঙ্গে দিন ২ টেবিল চামচ ওটমিল। ব্লেন্ডারে এই দুই উপকরণ দিয়ে ভাল করে ব্লেন্ড করুন। এবার আপনার মুখে মিশ্রণটি লাগিয়ে আলতো করে ম্যাসাজ করুন। চুল যেদিকে বৃদ্ধি হয়, তার বিপরীত দিক করে ঘষবেন। এভাবে ৫ মিনিট স্ক্র্যাব করার পর মিশ্রণটি মুখে কিছুক্ষণ ওভাবেই রেখে দিন। ত্বকে মিশ্রণটি শক্ত হয়ে গেলে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।
তথ্যসূত্র: বোল্ডস্কাই