Dry Skin Care: বর্ষায় পিছু ছাড়েনি শুষ্ক ত্বকের সমস্যা? কোন পথে সমাধান, জানুন

TV9 Bangla Digital | Edited By: megha

Jul 10, 2022 | 5:14 PM

Home Remedies: শুষ্ক ত্বকের সবচেয়ে বড় সমস্যা হল, এতে ত্বক খসখসে হয়ে ওঠে এবং চুলকানি হয়। মুখে টান লাগে। এতে অস্বস্তি তো হয়ই, পাশাপাশি ত্বক হারিয়ে ফেলে তার প্রাকৃতিক উজ্জ্বলতা।

Dry Skin Care: বর্ষায় পিছু ছাড়েনি শুষ্ক ত্বকের সমস্যা? কোন পথে সমাধান, জানুন

Follow Us

ঋতু যতই পরিবর্তন হোক না কেন শুষ্ক ত্বকের সমস্যা কখনওই পিছু ছাড়ে না। শুষ্ক ত্বকের সবচেয়ে বড় সমস্যা হল, এতে ত্বক খসখসে হয়ে ওঠে এবং চুলকানি হয়। মুখে টান লাগে। এতে অস্বস্তি তো হয়ই, পাশাপাশি ত্বক হারিয়ে ফেলে তার প্রাকৃতিক উজ্জ্বলতা। তাই শুষ্ক ত্বকের পরিচর্চা‌র জন্য আমরা নিয়ে এসেছি চারটি ঘরোয়া সমাধান। যখনই ত্বকের প্রসঙ্গ আসে, তখন আমরা সবাই ঘরোয়া প্রতিকারই খুঁজি। এই ক্ষেত্রেও বিষয়টি বিপরীত নয়। শুষ্ক ত্বকের যত্নে ঘরোয়া প্রতিকার ব্যবহার করলে, এটি আপনার ত্বকে কোনও নেতিবাচক প্রভাব ফেলবে না, উপরন্ত ত্বকের কোমলতা বজায় থাকবে। এর জন্য কী কী উপাদান, কীভাবে ব্যবহার করবেন দেখে নিন।

কলা- কলা খাওয়া শরীরের পক্ষে যতটা উপকারী, ত্বকের স্বাস্থ্য বজায় রাখার ক্ষেত্রেও একই ভাবে কার্যকরী। কলা হচ্ছে প্রাকৃতিক উপাদান যা ত্বককে ময়েশ্চারাইজ করে। কলার মধ্যে ভিটামিন সি, এ পটাশিয়াম, ক্যালসিয়াম, ফস্ফরা এবং কার্ব‌োহাইড্রেট রয়েছে। এই সব উপাদান শুষ্ক ত্বকের সমস্যাকে দূর করার জন্য ভীষণ ভাবে কার্যকর। এর জন্য কলার পেস্টে নারকেল তেল যোগ করে ত্বকের ওপর প্রয়োগ করুন। হালকা শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি শুষ্ক ত্বকের সমস্যাকে দূর করতে সাহায্য করবে।

নারকেল তেল- শুষ্ক ত্বকের ওপর দারুণ কার্যকরী প্রভাব ফেলে নারকেল তেল। এর জন্য এক চামচ বেসনের সঙ্গে পরিমাণ মত নারকেল তেল যোগ করুন। উপাদান দুটিকে ভাল করে মিশিয়ে নিন এবং ত্বকের ওপর প্রয়োগ করুন। ৩০ মিনিট ত্বকের ওপর রাখার পর গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। শুষ্ক ত্বকের সমস্যা থেকে রেহাই পেতে এই ফেস প্যাকটি প্রতিদিন একবার করে ব্যবহার করুন।

বেসন ও দুধ- বেসন ত্বকের ক্ষেত্রে দারুণ উপযোগী। ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনার পাশাপাশি বেসন ও দুধের তৈরি ফেস প্যাক নিয়ন্ত্রণে রাখবে আপনার ত্বকের শুষ্কতা। এর জন্য এক চামচ বেসনের সঙ্গে দুধ এবং এক চিমটে হলুদ গুঁড়ো যোগ করুন। উপাদান গুলি ভাল করে মিশিয়ে নিন ত্বকের ওপর প্রয়োগ করুন। তারপর ২০ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন।

কফি- কফি পান করলে আপনার মুড যেমন ফ্রেশ হয়ে যায়, তেমনই ত্বকের ওপর কফি প্রয়োগ করলে, আপনার ত্বকও ফিরে পায় সতেজতা। উপরন্ত কফির মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ত্বকের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। এর জন্য এক চামচ কফি গুঁড়োর সঙ্গে মধু ও পরিমাণ মত গোলাপ জল যোগ করুন। উপাদানগুলি ভাল করে মিশিয়ে নিয়ে ত্বকের ওপর প্রয়োগ করুন। এই ফেস প্যাক আপনাকে শুষ্ক ত্বকের সমস্যাকে প্রতিরোধ করতে সাহায্য করবে।

Next Article