AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Room Heater: রুম হিটার লাগবে না! এই জিনিসটি থাকলেই শীতেও ঘর থাকবে গরম

Room Heater: রুম হিটার না কিনেও কিন্তু ঘর গরম করা সম্ভব। কী ভাবে জানেন? জানেন কেবল এসি কিন্তু কামাল করতে পারে এই ক্ষেত্রে।

Room Heater: রুম হিটার লাগবে না! এই জিনিসটি থাকলেই শীতেও ঘর থাকবে গরম
Image Credit: Print Collector/Getty Images
| Updated on: Nov 16, 2024 | 3:34 PM
Share

গরমের এখন মাস তিনেকের জন্য ছুটি। ইতিমধ্যেই কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ। সকালবেলা কুয়াশাও থাকছে ভালই। এখনও লেপ-কম্বল না বেরোলেও সূর্য ডুবলেই ওয়েদার বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে প্রতিদিন। এই অবস্থায় আসন্ন কড়া শীতের কথা ভেবে একটা রুম হিটার কেনার কথা ভাবছেন অনেকেই।

তবে রুম হিটার না কিনেও কিন্তু ঘর গরম করা সম্ভব। কী ভাবে জানেন? জানেন কেবল এসি কিন্তু কামাল করতে পারে এই ক্ষেত্রে। কিন্তু তাই বলে আবার ভেবে বসবেন যেন যে আপনার বাড়ির এসি টিকে ৩০ ডিগ্রি সেলসিয়াসে চালিয়ে দিলেই হবে। তা কিন্তু মোটেই নয়। ঘরের সাধারণ এসিকে ৩০ ডিগ্রি সেলসিয়াসে চালালেও তা কিন্তু ঘর গরম রাখতে পারে না। বরং তা ঘরকে ঠান্ডাই করবে। কেন জানেন?

সাধারণ এসি ঘর ঠান্ডা করার জন্য তৈরি করা হয়, ঘর গরম করার জন্য নয়। এসি গরম বাতাস শোষণ করে এবং এর ভিতরে ইনস্টল করা রেফ্রিজারেন্ট এবং কয়েল দিয়ে প্রক্রিয়াকরণের পরে ঠান্ডা বাতাস নিক্ষেপ করে, যা ঘরের পরিবেশকে শীতল করে। এ ক্ষেত্রে যদি ঘরের তাপমাত্রা ১৫ ডিগ্রি হয়, আর আপনি ৩০ ডিগ্রিতে এসি চালান, তাহলে এসির কম্প্রেসার চালু হয় না। কেবল ফ্যান চলে।

তবে এসি দিয়েও ঘর ঠান্ডা করা সম্ভব। তার জন্য প্রয়োজন হট অ্যান্ড কোলড এসি। এই এসি শীত ও গ্রীষ্ম উভয় ঋতুতেই কাজ করে। এটি উভয় ঋতুতে ব্যবহার করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। হট অ্যান্ড কোল্ড এসি এসির ক্ষমতা ১.৫ টন। বাজারে অনেক ভাল হট অ্যান্ড কোল্ড এসি এসি পাওয়া যায়। এই সব এসিতে ঘর গরম করার ব্যবস্থা থাকে।