৩৮ বছরে পা দিলেন বলিউডের অন্য়তম সুন্দরী অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বলিউডে ফ্যাশন সেন্সে তিনি যে অনেকটাই এগিয়ে তা বলার অপেক্ষা রাখে না। ফ্যাশন এক্সপার্টদের বক্তব্য,ট্রেন্ডি ক্রপ টপ, কিবা কালার ব্লকিং ড্রেস সবই রয়েছে ওয়ার্ড্রোব কালেকশনে। ক্যাজুয়াল থেকে এজি ড্রেস কিংবা ট্যাঙ্কস থেকে চিকস আউটফিট- সবধরণের পোশাকেই ক্যাটরিনা অনবদ্য।
টি আর জিনস- প্যাস্টেল ব্লু রঙা ক্রপ টপ ক্যাটরিনা বেশ পছন্দের একটি পোশাক। শুধু তাই নয়, স্টাইলিশ নুডলস স্ট্র্যাপ বডিকোন ক্রপ টপ, ভাইব্র্যান্ট কালারের টপের সঙ্গে ডেনিমের জিন্স সম্প্রতি ফ্য়াশন ট্রেন্ডস। ডেনিম শর্টসের সঙ্গে গ্ল্যামারাস্ লুকের টপ বেশ পছন্দের ক্যাটরিনার।
হলুদ স্প্রি- উজ্জ্বল হলুদ রঙের ক্রচেট কাটওয়ার্ক ড্রেসেও গ্ল্যামারাস ক্যাটরিনা। সঙ্গে স্কোয়ার শেপের নেকলাইন, পাফি স্লিভস এই ড্রেসে ক্যাটরিনা স্টাইলিশের পাশাপাশি এলিগেন্টও লেগেছে।
স্টাইলিশ জিম ওয়ার- স্টাইলিশ অ্যাথলিসওর ক্লথিংয়ের লুকে কেউই ধারেকাছে আসে না। পারফেক্ট ক্য়াজুয়াল পোশাক বা স্টানিং ন্যুড আউটফিট, স্টাইল ফ্যাক্টরকে নিয়ন্ত্রণ করার এক ম্য়াজিক টুলস রয়েছে ক্য়াটরিনার।
হোয়াইট আউটফিট- ফ্যাশন ওয়ার্ল্ডে সাদা রঙের প্রভাব সবচেয়ে বেশি। বৃষ্টিস্নাত দিনে হোক কিংবা গনগনে গরমের দিনে, সাদা পোশাকের কদরই আলাদা। বর্ষায় সাদা পোশাক পরতে আতঙ্ক তৈরি হয়? হোয়াইট শর্টস ও হোয়াইট হুডি পরে সব নিয়মকে ভেঙে দিয়েছেন তিনি।
রেড সাটিন ড্রেস- এলিগেন্ট ও গ্ল্য়ামার্স! লাল রঙের সাটিনের গাউন, থাই-হাই স্লিট প্লাগিং নেকলাইনের এই সুন্দর ডিজাইনের পোষাকে মন চুরি করে নিয়েছেন ক্যাটরিনা।