বিয়ের মরসুম একেবারে কাছাকাছি। শ্রদ্ধা কাপুর থেকে শুরু করে কৃতি স্যানন, এছাড়াও আরও অনেক সেলিব্রিটি আপনাকে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন এই উৎসবের মরসুমে আপনার সাজ কেমন হওয়া উচিত। তাঁদের বেশ কয়েকটি ফটোশুটে তাঁরা এথনিক পোশাকের অসাধারণ সাজ নিয়ে এসেছিলেন। কিন্তু, বলিউড অভিনেত্রী আলিয়া ভাট, যিনি হাল আমলে রণবীর কাপুরের সঙ্গে ডেটিং করছেন, তিনি সম্প্রতি নতুন বউয়ের একটা সাজ আমাদের সামনে নিয়ে এসেছেন। আলিয়া সব সময়ই তাঁর মিষ্টি হাসি আর সুন্দর গোল মুখে আমাদের মন জয় করে এসেছেন। এবার তাঁর এই লাল লেহেঙ্গা পরা অসাধারণ সাজ সবাইকে তাক লাগিয়ে দিয়েছে।
বলিউডের প্রিয় স্টাইলিস্ট অ্যামি প্যাটেল সম্প্রতি একটি বিজ্ঞাপনের শুটিং করেছিলেন। সেখান থেকে তারকার একটি ছবি এবং ভিডিয়ো তিনি ইন্সটাগ্রামে শেয়ার করেন। ছবিগুলিতে আলিয়া একটি উজ্জ্বল লাল রঙের, ভারী সূচিকর্মযুক্ত লেহেঙ্গা সেট পরেছিলেন।
হোয়াইট, নিয়ন এবং প্যাস্টেল শেড এই সিজনে সবচেয়ে বড় ফ্যাশন ট্রেন্ড হতে চলেছে। কিন্তু কনের সাজের জন্য লাল লেহেঙ্গার সেট নিজের ঐতিহ্য কখনওই হারিয়ে ফেলে না। আপনি যদি আপনার বিয়ের দিনের জন্য শ্রেষ্ঠ সাজ খুঁজে চলেছেন তাহলে এই পোশাক আপনার তালিকায় একদম প্রথমের দিকে থাকা উচিত। আলিয়ার সাবলীল কিন্তু অসাধারণ লেহেঙ্গা সেটে একটি সুন্দর এমব্রয়ডারির কাজ ছিল। লেহেঙ্গার সঙ্গে একটা লাল রঙের ওড়নাও ছিল। ব্লাউজটিতে সোনালি সুতোর কাজের পাশাপাশি একটা গভীর নেকলাইন ছিল। বুকের কাছে আর হাতাগুলোতে অসাধারণ সুতোর কাজ করা ছিল।
২৮ বছর বয়সী এই অভিনেত্রী ব্লাউজটি অত্যন্ত আকর্ষণীয় ছিল। এত নিখুঁত সুতোর কাজ খুব কমই দেখা যায়। তাছাড়া ব্লাউজের গাঢ় লাল রঙের ওপর সোনালি সুতোর কাজ একে আরও অদ্ভুত করে তুলেছে। এর মধ্যে একটা সুন্দর বর্ডার ছিল যা ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ তারকার নব বধূ চেহারায় রাজকীয় ছোঁয়া এনেছিল। আলিয়ার ওড়নাতে ফুলের নকশা করা ছিল। তিনি এই ওড়নাকে মাথা থেকে কাঁধ পর্যন্ত ফেলে রেখেছিলেন। যা তাঁর বধূ সাজকে আরও নিখুঁত করে তুলেছিল।
লাল পাথর, সোনার চোকার নেকলেস, ঝুমকা, সোনার নথ, লাল চুড়ি, সোনার ব্রেসলেট সমন্বয়ে একদম বিয়ের সাজে সেজেছিলেন আলিয়া। তাঁর এই সাজ লেহেঙ্গার আভিজাত্যকে কয়েক গুণ বাড়িয়ে তুলেছিল। আলিয়া তাঁর চুলগুলি মাথার মাঝ বরাবর খুব সুন্দর করে বেঁধেছিলেন। তিনি লাল ঠোঁট, চোখে সামান্য কাজল, একটা ছোট টিপ, লালচে গাল দিয়ে নিজের মেকআপ সম্পূর্ণ করেছিলেন।
আরও পড়ুন: মাধুরীর এই শাড়ির দাম শুনলে আঁতকে উঠবেন!
আরও পড়ুন: বিয়ের জন্য স্টাইলিশ লুকের জন্য পূজার ম্যাঙ্গো লিফ শাড়ি পারফেক্ট!