আসন্ন সিনেমা ‘গেহরাইয়াঁ-র (Gehraiyaan) প্রচারের জন্য সম্প্রতি জনপ্রিয় টিভি শো বিগ বস ১৫ এর ফিনালে পর্বে উপস্থিত ছিলেন অনন্যা পান্ডে (Ananya Panday)। আত্মবিশ্বাসী ও সাহসী ও উজ্জ্বল রঙের মিনি ড্রেস পরে ফ্যাশন দুনিয়া (Fashion World) আগুন ঝরালেন এই স্টার-কিড। সিনেমার প্রচারের এসে শুধু অনন্যাই নয়, দীপিকা পাড়ুকোনও (Deepika Padukone) ফ্যাশনেবল পোশাকে নজর কেড়েছেন। সিনেমার পর্দায় দুই অভিনেতা কেমন অভিনেত্রী অভিনয় করেছেন, তা এখন দেখার। তবে সিনেমার প্রমোশনে (Movie Promotion) এসে দীপিকা পাডুকোনের সঙ্গে সমানে সমানে পাল্লা দিয়ে ফ্যাশনেবল পোশাক পরে তাক লাগাচ্ছেন এই নায়িকা। আপাতত এই সুন্দর মিনি ড্রেসে ভাইরাল (Viral) অনন্যা।
গোলাপী ও কমলা রঙের মিনি ড্রেসে ফটোশ্যুট করেছেন তিনি। আর সেই ছবিই সোশ্যাল মিডিয়া বেশ কয়েক ঝলক পোস্ট করেছেন অনন্যা। সেখানে ক্যাপশনে অনন্যা লিখেছেন, #BiggBossSeason Finale #GehraiyaanOnPrime, ১১ ফেব্রুয়ারির জন্য ক্যান্ডি ক্রাশিন। প্রসঙ্গত দ্য ডলস হাইস ফ্যাশন লেবেল থেকে এই অসাধারণ দেখতে মিনি ড্রেসটি বেছে নিয়েছেন চাঙ্কি কন্যা।
গেহরাইয়াঁ সিনেমার অন্যতম অভিনেত্রী অনন্যার এই পোশার যদি আপনার ওয়্যার্ড্রোবে রাখতে চান, তাহলে পোশাকের লেবেলের ওয়েবসাইটে সার্চ করতে পারেন। এমন পোশাককে গিগি মিনি ড্রেস ইন সানরাইজ বলে। পার্টি লুকের জন্য এমন পোশাক সাচ্ছন্দ্যে পড়তে পারেন। এখন প্রশ্ন হল, এই বোল্ড ড্রেসটির দাম কত? বাজেটের মধ্যেই কিনতে পারবেন এটি। ভারতীয় মুদ্রায় খরচ পড়বে ৩১,০৮৪টাকা।
নিয়ন গোলাপী ও কমলা শেডের মিনি ড্রেসটির রয়েছে দুটি স্টাইল। কমলা রঙের ওভারসাইজড ব্লেজার ম্যাচিং হিসেবে পরতে পারেন। এছাড়া ব্লেজার ছাড়াও স্টাইলের জন্য ব্যবহার করতে পারেন। ট্রেন্ডি মিনি হেম করা পোশাকে ডিপ সুইটহার্ট নেকলাইন রয়েছে। দেখতে অত্যন্ত স্টাইলিশ ও হট লুকের জন্য এমন পোশাক একেবারে পারফেক্ট।
পোশাকের চাহিদা অনুযায়ী মেকআপে লুকেও রয়েছে হট লুক। ওয়েভি হেয়ারডো, গ্লোয়িং স্কিন, গ্লোজি পিংক লিপ শেড, সাবটেল আই শ্যাডো, মাস্কারা-আইল্যাশেস, ব্লাশড চিকসেই মেকআপ সেরেছেন।
শুধু পার্টির জন্যই নয়, গ্রীষ্ম বা বসন্তের ছুটিতে কোনও ব্রাঞ্চ ডেটের জন্য কিংবা সমুদ্র সৈকতে বন্ধু ও প্রিয়জনের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য উপযুক্ত। অনন্যার মতোই যে মেকআপ সারতে হবে তা নয়, আপনি সাহসী-মেকআপেও হৃদয় জয় করে নিতে পারবেন।
আরও পড়ুন: Ananya Panday: দীপিকার পর এবার অনন্যা! নেটদুনিয়া গ্ল্যাম লুকে আগুন ঝরালেন চাঙ্কি-কন্যা