সরস্বতী পূজার ফ্যাশনে কেবল সুন্দর করে মেকআপ করলেই হবে না, তার সঙ্গে মানানসই চুলও বাঁধতে হবে। কারণ হেয়ার স্টাইলের ওপর আপনার সামগ্রিক সৌন্দর্য অনেকটাই নির্ভর করে। আজকের প্রতিবেদনে আপনাদের জন্য রইল এথনিক পোশাকের সঙ্গে করার মতো কয়েকটি হেয়ার স্টাইলের প্রসঙ্গ।
১) সিম্পল ফ্লোরাল হেয়ার স্টাইল:
মিডিয়াম লং লেন্থ চুলে এই ধরণের স্টাইলআপ খুব সহজেই করা যায়। এর জন্য প্রথমে মাথার দু পাশ থেকে চুলের ছোট ছোট দুটো সেকশন করে নিন। এরপর সেটাকে দড়ির মতো করে পেঁচিয়ে নিন। তারপর চুলটাকে গোল করে রোল করে নিন। দেখবেন রোল করা চুলটা ঠিক গোলাপ ফুলের মতো দেখাবে। এবার একটা সরু ক্লিপ দিয়ে গোল করে পাকানো চুলটা সিকিওর করে নিন। এইভাবে আটকে নেওয়ার পর গোলাপের মাঝে স্টার বা অন্য কোনও হেয়ার অ্যাকসেসারিজ দিয়ে সাজাতে পারেন।
২) মেসি রোলড পাফ উইথ হাই পনিটেইল:
এর জন্য সবার প্রথমে মাথার সামনের অংশের চুলটাকে কয়েকটা সেকশনে ভাগ করে নিন, তারপর প্রত্যেকটা সেকশনকে দড়ির মতো করে পাকিয়েনিয়ে মাথার ওপর পাফ করে নিন। পাফটাকে সিকিওর করতে প্রয়োজনে একাধিক হেয়ারপিন আটকে নিন। এবার মাথার দুদিকের দুটি চুল সেকশন করে নিন। এবার বাকি অংশের চুলটা একসঙ্গে একটা পনিটেল বেঁধে। এরপর বাকি দুপাশের অংশদুটিকে পনিটেলের ওপর দিয়ে সাইড ক্লিপ আটকে নিন। ব্যাস আপনার মেসি হাই পনি রেডি।
৩) খোলা চুলের স্টাইল:
এর জন্য সবার প্রথমে আপনারা চুলটাকে কার্ল করে নিতে পারেন, না করলেও কোনও সমস্যা নেই। এবার চুলটাকে সামনের দিক থেকে ট্যারা করে সেকশন করে নিন। এবার চুলটাকে ব্যাকব্রাশ করে নিন। এবার ওই অংশটাকে দড়ির মতো টুইস্ট করে পিছনের দিয়ে পিন করে নিন। একইভাবে অন্য অংশের চুলটাও এভাবে আটকে নিন। বাড়তি চুলকাঁটা দিয়ে আটকে নিন। সবশেষে হেয়ার সেটিং স্প্রে দিয়ে সেট করে নিন। গোল বা লম্বাটে মুখে এই হেয়ারস্টাইল খুব ভালো যাবে।
৪) সাইড ব্রেইড উইথ পাফ:
সবার প্রথমে মাথার সামনের অংশের চুলটা একসঙ্গে করে নিয়ে ‘V’ আকারে চুলটা ভাগ করে এক জায়গায় করে নিন। এবার ওই চুলটা ব্যাকব্রাশ করে একটু ভলিউম দিয়ে নিন। এবার আপনারা চাইলে মেসি পাফও বানাতে আবার চিরুনি দিয়ে আচড়ে সমানও করে নিতে পারেন। এবার মুখের দুপাশ থেকে দুটো লক্স ছেড়ে বাকি অংশের চুলটা নিয়ে সাইড বিনুনি বানিয়ে নিতে পারেন।
তথ্যসূত্র: দাশবাস