Winter Clothes: মাত্র ১০০ টাকাতেই হবে শীতের ফ্যাশন, কলকাতার কোন মার্কেট এমন সুযোগ দিচ্ছে জানেন?

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Nov 27, 2023 | 11:00 AM

Best Winter Shopping: নিউ মার্কেটে ইতিমধ্যে মানুষ ভিড় জমাতে শুরু করেছেন। হুডি, পাতলা লেদার জ্যাকেটের দাম শুরু হচ্ছে ৩৫০ টাকা থেকে। কিন্তু নিজের দরাদরি স্কিল কাজে লাগিয়ে আপনি তা ২০০ তে কিনে নিতে পারবেন। সোয়েটার পেয়ে যাবেন মাত্র ১৫০ টাকাতেই

Winter Clothes: মাত্র ১০০ টাকাতেই হবে শীতের ফ্যাশন, কলকাতার কোন মার্কেট এমন সুযোগ দিচ্ছে জানেন?
সস্তায় শীতের জামা কোথায় কিনবেন

Follow Us

যতই বাড়িতে জামাকাপড়ের পাহাড় হয়ে যাক না কেন শীকের পোশাক আর কেনাকাটা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা বড়ই কঠিন কাজ। বছরের মাত্র দু-আড়াই মাস শীত থাকে। আর এই সময়টা তাই সকলেই চুটিয়ে উপভোগ করতে চান। পার্টি থেকে শুরু করে পিকনিক, বিয়েবাড়ি সবই থাকে এই সময়েই। এছা়ড়াও বড়দিন, নিউ ইয়ার এসব তো আছেই। এখন সারাবছরই মানুষ ঘুরতে যান। আর শীতের দিনে বেশি করেই শীতের জায়গায় ঘুরতে যেতে চান। ঘুরতে গেলে জামাকাপড় তো লাগবেই. এক পোশাকে যেমন বেশিদিন থাকা যায় না তেমনই ছবিও ওঠে না। এখন মানুষের জীবন সোশ্যাল মিডিয়া আর ছবি সর্বস্ব। আর তাই ভাল কিছু ছবি তো তুলতেই হবে। সেই জন্য চাই নতুন পোশাক।

এত যখন পোশাকের চাহিদা তখন বেশি দামে তা কেনা সম্ভব নয়। কলেজ পড়ুয়াদের কাছেও এই সময় অনেক রকম অনুষ্ঠান লেগে থাকে। সেমেস্টার শেষ হলেই বন্ধুদের সঙ্গে পার্টি, ঘুরতে যাওয়া, কলেজে নিত্য নতুন পোশাক পরার জন্যেও তো চাই কিছু। যে কারণে সকলে বেছে নিতে চান সস্তার ফ্যাশন। জ্যাকেট, টুপি, সোয়েটশার্ট, সোয়েটার, মাফলার, স্কার্ফ সব কিছু দিয়েই হোক শীতের ফ্যাশন। কলকাতায় অনেক মার্কেট রয়েছে যেখানে সস্তায় জামাকাপড় পাওয়া যায়। তবে শীতের ফ্যাশনের জন্য নিউ মার্কেট আর গড়িয়াহাট মার্কেটের কিন্তু কোনও তুলনা নেই।

নিউ মার্কেটে ইতিমধ্যে মানুষ ভিড় জমাতে শুরু করেছেন। হুডি, পাতলা লেদার জ্যাকেটের দাম শুরু হচ্ছে ৩৫০ টাকা থেকে। কিন্তু নিজের দরাদরি স্কিল কাজে লাগিয়ে আপনি তা ২০০ তে কিনে নিতে পারবেন। সোয়েটার পেয়ে যাবেন মাত্র ১৫০ টাকাতেই। বাহারি ক্রপ সোয়েটার দরাদরি করে পেয়ে যাবেন ২৫০-৩০০ টাকাতেই। অনেক রকম রংও পাবেন এর মধ্যে। এছাড়াও ক্রপ সোয়েট শার্ট পেয়ে যাবেন ২০০ টাকাতে। শীতের দিনে টুপি বাদ দেওয়া যায় কী করে। একটা সময় ছিল যখন সকলেই হনুমান টুপি পরতে চাইত না কিন্তু মা-বাবা জোর করে পরাতেন। আর এখন টুপিতেই ফ্যাশন। তাই দেরী না করে ঝটপট কেনাকাটা করতে থাকুন। পছন্দের সব জিনিস নিয়ে যান এখনই।

Next Article