চলতি বছরের নববর্ষে সুখবর দিয়েছিলেন গৌরব-রিধিমা, এই মাসেই দুই থেকে তিন হবেন তারকা দম্পতি। নতুন অতিথিকে স্বাগত জানাতে ব্যস্ততা তুঙ্গে চক্রবর্তী পরিবারে। রিধিমার থেকে সুখবর পাওয়ার পর থেকে দিন গুনছেন ভক্তরাও। নিজেদের এই সময়টা তারিয়ে তারিয়ে উপভোগ করছেন রিধিমা ও গৌরব। তার মধ্যে সেরে ফেলেছেন মেটারনিটি ফটোশুটও। ইদানিং কালে এই মেটারনিটি ফ্যাশন খুবই ইন। নিজেদের এই সময়টা স্মরণীয় করে রাখতে হবু বাবা-মায়েরা প্রচুর ছবি তোলেন। সাধারণত গর্ভাবস্থার শেষের দিকেই মায়েরা এই বিশেষ ছবি তোলেন। রিধিমাও তাই করছেন। নিজের মত করে প্রচুর শুট করেছেন আর সেই সব ছবি ইতিমধ্যে শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়াতেও। রিধিমার সব ছবিই তাক লাগিয়ে দিয়েছে নেটপাড়াতে। আর সেই সবছবি ঘিরে জোর চর্চাও চলছে।
প্রেগন্যান্সি গ্লো উপচে পড়ছে রিধিমার। আইভরি হোয়াইট রঙের এই গাউনে ঋদ্ধিমাকে খুবই সুন্দর দেখাচ্ছিল। লম্বা ঝুলের এই বডিকন গাউনে রিধিমার বেবিবাম্প ভীষণ রকম স্পষ্ট। ঢিলেঢালা ড্রামাটিক গাউনে খুব সুন্দর দেখতে লাগছে রিধিমাকে। বাস্ট এরিয়াতে প্লিট করা রয়েছে। এর জন্য আরও বেশি খুলেছে গাউনটি। সঙ্গে হালকা মেকআপ, চুলে ঢেউ খেলানো, চোখে মুখে প্রেগন্যান্সি গ্লো আর এতেই যেন আরও বেশি সুন্দরী হয়ে উঠেছেন তিনি। আর একটি ছবিতে রিধিমাকে দেখা গিয়েছে ডিপ নেক স্লিভলেস কালো রঙের বডিকন আউটফিটে। আর এই পোশাকে ভীষণ সুন্দর লাগছে তাঁকে। গৌরব আর রিধিমার এই ছবিতে সুন্দর একটা কেমেস্ট্রিও তৈরি হয়েছে। অধিকাংশ মেটারনিটি শুটেই হবু মায়েরা এরকম প্রেগন্যান্সি আউটফিট বেছে নেন।
কিছুদিন আগে দ্বিতীয় সন্তানের আগমন বার্তা দিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছেলে ইউভানের জন্মের সময় মেটারনিটি ফ্যাশনে দারুণ গোল দিয়েছিলেন শুভশ্রী। তাক লাগিয়ে দেওয়ার মত ছিল তাঁর প্রতিটি আউটফিট। শাড়ি, ওয়েস্টার্ন সবেতেই শুভশ্রী ছিলেন নজরকাড়া। ডিসেম্বরেই দ্বিতীয়বার মা হচ্ছেন নায়িকা। আপাতত কাজকর্ম থেকে সাময়িক বিরতি নিয়েছেন তিনি। ছুটি কাটাচ্ছেন রাজের হালিশহরের বাগান বাড়িতে। এর মধ্যে অবশ্য তাঁর ফটোশ্যুট থেমে নেই। দারুণ কিছু আউটফিটে ছবি তুলেছেন তিনি। ঝলমল করছেন প্রেগন্যান্সি গ্লো-তে। সব মিলিয়ে টলিউড এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে দুই নায়িকার বিশেষ সেই দিনের জন্য। মেটারনিটি ফ্যাশন নিয়ে এখন অনেক এক্সপেরিমেন্ট করছেন টলি নায়িকারাও। এমন আউটফিট শ্যুটের জন্য বেছে নিতে পারেন আপনিও।