গত কয়েক বছরে ফ্যাশনে আমূল পরিবর্তন এসেছে। একদিকে যেমন রয়েছে বডিকন তেমনই অন্যদিকে রয়েছে ঢিলেঢালা পোশাক। ওভারসাইজড টি-শার্ট, শার্ট এসব এখন প্যাশনে খুবই চলছে। রোগা থেকে মোটা সকলেই বেছে নিচ্ছেন নতুন এই প্রিন্টের সব জামা। শার্ট স্টাইল ড্রেসও খুব চলছে। আর এমন কাটিং-এ সকলকেই খুব ভাল লাগে দেখতে। মূলত সার্টিন বা সিল্কের কাপড়ের উপর থাকছে বাহারী এই প্রিন্ট। পার্টি থেকে ট্রাভেল সর্বত্রই এই মেটেরিয়ালের তৈরি পোশাক এখন খুবই চলছে। এই প্রিন্টের পোশাক আমাদের মন ভাল রাখতেও সাহায্য করে। এমন সব রং নিয়ে এই পোশাক তৈরি হয় যে তা সহজেই দৃষ্টি আকর্ষণ করতে পারে। অনলাইন থেকে স্টোর সর্বত্রই পাওয়া যায়।
পুজোয় কেনাকাটা করতে যাওয়ার আগে একটা শপিং লিস্ট অনেকেই তৈরি করে নেন। সেই লিস্টে প্রাধান্য পায় শাড়ি, কুর্তি, সালোয়ার। তবে এর বাইরেও অন্য পোশাক লাগে। পুজোকে কেন্দ্র করে কেনাকাটা চলতেই থাকে। অনেকে পুজোতে বেড়াতেও যান। আর তাই পুজোতে এমন লং শার্ট, কো-অর্ড সেট এসবও কিনে রাখুন। আরাম দায়ক পোসাকে ফ্যাশন গোল দিতে এই শার্ট, কো-অর্ড সেট, স্কার্টের কোনও তুলনা নেই। আট থেকে আশি সকলেই দেখতে ভাল লাগবে এমন প্রিন্টের পোশাকে।
অ্যাবস্ট্রাক্ট, মান্ডালা, ফ্লোরাল এই সব প্রিন্টের পোশাকের চাহিদা এখন তুঙ্গে। অ্যাবস্ট্রাক্ট আর ফ্লোরাল প্রিন্ট কেমন দেখতে হয় সে বিষয়ে অনেকের ধারণা থাকলেও এই মান্ডালা আর্ট ফর্ম নিয়ে অনেকেই ওয়াকিবহল নয়। কোভিড পরবর্তী সময় থেকে খুবই জনপ্রিয় হল এই মান্ডালা। কোভিডের সময় অনেকেই ডিপ্রেশনের শিকার হয়েছেন। সেই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে নিয়মিত ভাবে মান্ডালা আর্ট অভ্যাস করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। মান্ডালার শুরু তিব্বতের বৌদ্ধদের ধর্মীয় অনুষঙ্গ হিসেবে। সেটুকু ছাপিয়ে এটি উঠে এসেছে সাধারণ মানুষের হাতে।
মান্ডালা শব্দের অর্থ চক্র। সংস্কৃত থেকে শব্দটির উৎপত্তি। হাতে আঁকা, রঙিন চিত্র বা জ্যামিতিক কোনো আকৃতি যদি পরপর একইভাবে সাজানো হয় তবেই তা তৈরি করে মান্ডালা। মনোযোগ কেন্দ্রীভূত করতে সাহায্য করে তাই আধ্যাতিকতায় মান্ডালাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। ধ্যানে মনকে পরিপূর্ণরূপে স্থির রাখতে মান্ডালার চর্চা করা হয়। ধ্যানের গভীর থেকে গভীরতর স্তরে পৌঁছাতে মান্ডালাকে বিশেষ উপায় হিসেবে ব্যবহার করেন ধর্মীয় সাধকরা। হিন্দুধর্ম, বৌদ্ধধর্ম, জৈনধর্মসহ আরও কিছু ধর্মে মান্ডালার ব্যবহার দেখতে পাওয়া যায়। বৃত্ত আর চর্তুভুজ এই আর্টের মূল ভিত্তি। কাপড়, পাথর, কাগজের উপর এই চিত্র অঙ্কন করা হয়।