Monami Ghosh: ঢেউ খেলানো খোলা চুল সাদা শাড়ি আর ব্লাউজে রূপকথা গড়লেন মনামী, কোমরের ভাঁজ সুস্পষ্ট

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Jul 04, 2023 | 9:30 PM

Fashion And Style: শাড়ির সঙ্গে খুব সুন্দর করে হেয়ার স্টাইল করেছেন মনামী। একরাশ ঢেউ খেলানো চুলের জন্যই সাদা শাড়িতে তাঁকে এত সুন্দর লাগছে। সাদা শাড়ি আর সাডা ব্লাউজের মনোক্রম তিনি ভেঙেছেন ওই ঢেউখেলানো চুল দিয়েই

Monami Ghosh: ঢেউ খেলানো খোলা চুল সাদা শাড়ি আর ব্লাউজে রূপকথা গড়লেন মনামী, কোমরের ভাঁজ সুস্পষ্ট
কেমন লাগছে মনামীকে

Follow Us

দিন বদলায়, রং বদলায়, পরিস্থিতি বদলায় তবুও অভিনেত্রী মনামী ঘোষের বয়স যেন আর কিছুতেই বাড়তে চায় না সেই একুশেই আটকে আছেন তিনি। নির্মেদ কোমর, ঝকঝকে ত্বক, উজ্জ্বল চুল সব মিলিয়ে মনামীর আকর্ষণ যেন অন্যরকম। অভিনেত্রীর পাশাপাশি দক্ষ নৃত্যশিল্পীও তিনি. নিজের নাচের বিভিন্ন মুহূর্ত তুলে ধরেন সোশ্যাল মিডিয়াতে। ঘুরতে যেতে ভালবাসেন মনামী। সময় পেলেই চলে যান এদিক-ওদিক। অনেক সময় সোলো ট্রাভেলও করতে দেখা যায় তাঁকে। এছাড়াও ফ্যাশন নিয়ে নানা রকম এক্সপেরিমেন্ট করতে ভালবাসেন মনামী। আর সবটাই তিনি করেন তাঁর ফ্যানেদের কথা ভেবেই। কখনও সম্পূর্ণ সিক্যুিইনের পোশাক আবার কখনও মেটালের পোশাক নানা রূপে চমকে দিতে জানেন মনামী। আবার ককনও তাঁকে জদেখা গিয়েছে বার্বি ডলের মত পোশাকেও।

সম্প্রতি মনামীকে দেখা গেল সাদা রঙের শাড়ি-ব্লাউজে। সাদা শাড়িতে সোনালী পাড়ের কাজ। ঢেউ খেলানো চুল, হাতে সোনালী চুড়িতে তাঁকে ঠিক রূপকথার মতই সুন্দরী রাজকন্যা লাগছে। আর যেখানে বসে মনামী তাঁর ফটোশ্যুটটি করেছেন সেই জায়গাটিও অপূর্ব। একদিকে রঙিন মাছ খেলা করে বেড়াচ্ছে অন্যদিকে সবুজ পুকুর, গাছপালা, পাথরের মাঝে নিজেকে বিছিয়ে দিয়েছেন তিনি। আর এতেই অপূর্ব সুন্দর দেখতে লাগছে মনামীকে। সাদা রং মনামীর খুব পছন্দের। একথা তিনি আগেও বলেছেন। মনামীর কাছে এই সাদা রং হল রঙের রানি। একাধিক সাদা পোশাকে দেখা যায় তাঁকে।

শাড়ির সঙ্গে খুব সুন্দর করে হেয়ার স্টাইল করেছেন মনামী। একরাশ ঢেউ খেলানো চুলের জন্যই সাদা শাড়িতে তাঁকে এত সুন্দর লাগছে। সাদা শাড়ি আর সাডা ব্লাউজের মনোক্রম তিনি ভেঙেছেন ওই ঢেউখেলানো চুল দিয়েই। শাড়ির সঙ্গে মানানসই সেকেলে ডিজাইনের সোনালী চুড়ি। পুকুরপাড়ে বসে রঙিন মাছের খেলা দেখছেন মনামী। কখনও হাত বোলাচ্ছেন পাথরের গায়ে আবার কখনও মন ভরে তাজা বাতাস গ্রহণ করছেন একমনে। যে কটি ছবি তিনি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে সেই সব কয়েকটি ছবিই যে এক একটি ছোট গল্প। অনেক রূপেই মনামীকে দেখেছেন দর্শক। তবে এমনভাবে বেশ অনেকদিন পরই ধরা দিলেন তিনি। যদিও সাদা শাড়িতে আলিয়া ভাটকে দেখার পর থেকেই ক্রেজ বেড়েছে এই সাদা শাড়ির।

Next Article