অনুষ্ঠানের মরশুম শুরু হয়েই গিয়েছে। পুজো দিয়ে হল যার উদ্বোধন। বিজয়ার বৈঠক, কোলাকুলি এখন চলছে চলবে। আর মাত্র কয়েকদিন পর দীপাবলি, কালীপুজো। আগে দীপাবলি শুধুমাত্র উত্তরভারতেই জমজমাট করে পালন করা হত। এখন আমাদের রাজ্যেও বেশ জমজমাট করেই হয় এই উৎসব। ধনতেরাস, দীপাবলি থেকে কালীপুজো-মানুষ প্রতিটি অনুষ্ঠানেই নিডের মত করে সেজে ওঠেন। কালীপুজো শেষ হতে না হতেই আসছে বাঙালির বিয়ের মরশুম। প্রায়দিনই কোথাও না কোথাও নিমন্ত্রণ লেগেই থাকে। আজ বন্ধুর বিয়ে তো কাল মাসির ছেলের বিয়ে। বিয়েবাড়ি মানেই সাজুগুজু করে হাজিরা দেওয়া। আর তাই আগে থেকেই শাড়ি-ব্লাউজ, সালোয়ার, গাউন সব রেডি করে রাখতে হয়। বিয়েবাড়িতে অধিকাংশই শাড়ি বেছে নেন। অনুষ্ঠান শুরু হয় আইবুড়োভাত থেকে। তারপর গায়েহলুদ, বিয়ের অনুষ্ঠান, রিসেপশন এসব লেগেই থাকে।
একদিন হলুদ শাড়ি, একদিন লেহঙ্গা, একদিন লাল শাড়ি- এভাবেই সব বাছাই করা ছাকে। বিয়েবাড়িতে সিল্ক, কাতান, জর্জেট এমন শাড়িই দেখতে সবচেয়ে ভাল লাগে। সবথেকে বেশি চাহিদা থাকে সিল্ক শাড়ির। সিল্ক শাড়ির যে আভিজাত্য তা কখনও টিস্যু, সিক্যুয়েন বা অরগ্যাঞ্জায় আসে না। সিল্ক শাড়ির সঙ্গে কনট্রাস্ট ব্লাউজ বা একই রঙের ব্লাউজ পরলে দেখতেও বেশ লাগে। আর সিল্কের শাড়ির সঙ্গে যৎসামান্য গয়নাতেই কাজ চলে যায়। সেই সঙ্গে খোঁপা করে চুল বেঁধে ফুল লাগালে আরও ভাল লাগে দেখতে।
এবার পুজোয় খুব সুন্দর করে সেজেছেন পার্নো মিত্র। পার্নোর সাজ-পোশাক বরাবর অন্যরকম। সেই সঙ্গে ভীষণ রকম ক্লাসিও। অনেকটা মেকআপ করেন এমন না, যে রকম পোশাক-শাড়ি বাছেন তাও খুব সুন্দর। সরু পাড় আর গায়ে ছোট বুটির সিল্ক শাড়ি দেখতে সবচেয়ে বেশি ভাল লাগে। এছাড়াও এমন অনেক শাড়ি আছে যে সব শাড়ির একরঙা, শুধুমাত্র সরু পাড় থাকে। এমন শাড়ি দেখতে যেমন দারুণ হয় তেমনই পরলেও লাগে অসাধারণ। খুব অল্প গয়নায় সাজা যায়। আর তাই এমন শাড়ি বিয়ে থেকে পার্টি যে কোনও অনুষ্ঠানেই বেছে নিতে পারেন অপনি। সুন্দর যে লাগবেই এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। সব বয়সের সকলকে মানাবে। চোখে একটু কাজল আর ঠোঁটে লিপস্টিক লাগালেই সাজ কমপ্লিট।