গ্রাম বাংলার প্রায় প্রতি বাড়িতেই হয় কেজাগরী লক্ষ্মীর আরাধনা। যে যাঁর সাধ্যমত আয়োজন করেন। সুখ-সমৃদ্ধি-ধনের দেবী হলেন লক্ষ্মী। পুরাণে বলা হয়েছে লক্ষ্মীপুজোর সঙ্গে সরাসরি যোগ রয়েছে কৃষিকাজের। লক্ষ্মী মানেই শ্রী, লক্ষ্মী মানেই গোলা ভরা ধান, চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সংসারের সুখবৃদ্ধি। লক্ষ্মীপুজোর সঙ্গে জড়িয়ে থাকে অনেক কিছু। সুন্দর আলপনা, ঠাকুর সাজানো, পুজোর আয়োজন, ভোগ রান্না- সব কিছুর মধ্যেই বাস মা লক্ষ্মীর। এদিন সধবা মেয়েরা কপালে সিঁদুর, হাতে শাঁখা-পলা, পায়ে আলতা আর সুন্দর করে সাড়ি পরে পুজোয় বসেন। টলিউডের প্রায় সব তারকাদের বাড়িতেই লক্ষ্মীপুজো হয়। তেমনইপ্রতি বছর বাড়িতে ঘটা করে লক্ষ্মী পুজোর আয়োজন করে উত্তম কুমারের পরিবার। এখন এই পুজোর দায়িত্ব পুরোপুরি সামলান নাতি গৌরব চট্টোপাধ্যায় ও তাঁর স্ত্রী দেবলীনা কুমার।
লক্ষ্মীপুজোর আগের দিন থেকেই শুরু হয়ে যায় ব্যস্ততা। শ্বশুরবাড়ির পাশাপাশি বাপের বাড়ির পুজোর দায়িত্বও থাকে দেবলীনার কাঁধে। চট্টোপাধ্যায় বাড়ির লক্ষ্মী প্রতিমা কিন্তু অন্য পাঁচটা লক্ষ্মী প্রতিমার মতো নয়। ভবানীপুরের বাড়ির লক্ষ্মীপ্রতিমা বানানো হয় সেই বাড়ির-ই গৃহলক্ষ্মীর মুখের আদলে। গৌরীদেবীর মুখের আদলে লক্ষ্মীর মুখ গড়ে পুজো শুরু করেছিলেন উত্তম কুমার, এখনও সেই ধারাই চলে আসছে। শুক্রবারে দেবীর বরণ থেকে শুরু করে মঙ্গলঘট স্থাপন সবটাই দায়িত্ব নিয়ে সামলেছেন দেবলীনা। আর তাঁর পুজোর প্রতিটি সাজ যেমন ঘরোয়া তেমনই সাবেকি। তাঁর নাচের স্কুলেও বয় লক্ষ্মী পুজো। সেখানেও দেবলীনা নিজের হাতে মা-কে বরণ করেছেন, নাড়ু-পায়েস বানিয়েছেন। অন্যদিকে চট্টোপাধ্যায় পরিবারের লক্ষ্মীকে তিনি বরণ করলেন লাল জরি-সিক্যুইনের কাজ করা ভারী শাড়ি পরে। সঙ্গে ছিল সোনার গয়না। পিঠে আঁচল ফেলে লক্ষ্মীকে গয়না পরিয়েছেন দেবলীনা।
মঙ্গলঘট স্থাপনের সময় তাঁকে দেখা গেল সাবেকি লাল পাড় সাদা শাড়িতে। ডুব নিয়ে কাঁখে কলসি নিয়ে দাঁড়িয়ে দেবলীনা দারুণ একটি ছবি শেয়ার করেছেন। আর এখানে তাঁকে লাগছে সাক্ষাৎ অন্নপূর্ণা। পুজোর দিনে লাল শাড়ি, সোনার গয়না, খোঁপায় জুঁই এর মালা দিয়ে খুব সুন্দর করে সেজেছেন দেবলীনা। সব মিলিয়ে প্রতিটা সাজেই দেবলীনাকে দেখতে লাগছে খুব সুন্দর। আপনিও চোখ ফেরাতে পারছেন কি?