Oscars 2023 Fashion: লেডি গাগাকে নকল! অস্কারের ফ্যাশনে তবে কি টুকলি করলেন দীপিকা?

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Reshmi Pramanik

Updated on: Mar 13, 2023 | 11:53 PM

Deepika Padukone at Oscars 2023: সত্যিই কি তবে টুকলি করলেন দীপিকা

Mar 13, 2023 | 11:53 PM
লুই ভিতোঁর কালো অফ শোল্ডার মারমেড গাউন, ডায়মন্ড স্টেটমেন্ট জুয়েলারি আর পুরনো দিনের হলিউড গ্লিটার লুকে অস্কারের মঞ্চে যাবতীয় লাইম লাইট ছিনিয়ে নিয়েছেন দীপিকা পাড়ুকোন। অফ শোল্ডার গাউনে দীপিকাকে দেখে অনেকেরই মনে পড়ে যাচ্ছে লেডি গাগার কথা। ২০১৯ সালে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চে ঠিক এমন পোশাকেই দেখা গিয়েছিল লেডি গাগাকে।

লুই ভিতোঁর কালো অফ শোল্ডার মারমেড গাউন, ডায়মন্ড স্টেটমেন্ট জুয়েলারি আর পুরনো দিনের হলিউড গ্লিটার লুকে অস্কারের মঞ্চে যাবতীয় লাইম লাইট ছিনিয়ে নিয়েছেন দীপিকা পাড়ুকোন। অফ শোল্ডার গাউনে দীপিকাকে দেখে অনেকেরই মনে পড়ে যাচ্ছে লেডি গাগার কথা। ২০১৯ সালে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চে ঠিক এমন পোশাকেই দেখা গিয়েছিল লেডি গাগাকে।

1 / 8
তাহলে কি গাগার সেই লুক মাথায় রেখে এবারের মঞ্চে তাঁকেই নকল করতে চাইলেন দীপিকা? সোশ্যাল মিডিয়াতে দুটি ছবিই উঠে এসেছে। আর তা নিয়ে দিনভর চলল চর্চা।

তাহলে কি গাগার সেই লুক মাথায় রেখে এবারের মঞ্চে তাঁকেই নকল করতে চাইলেন দীপিকা? সোশ্যাল মিডিয়াতে দুটি ছবিই উঠে এসেছে। আর তা নিয়ে দিনভর চলল চর্চা।

2 / 8
লুই ভিতোঁর ব্র্যান্ড অ্যাম্বাসডর হলেন দীপিকা পাড়ুকোন। তাঁর পুরো লুকেও ছিল সেই হলিউডের ক্লাসিক টাচ। সেই অর্থে দীপিকার লুক ছিল সাদামাটা। কিন্তু তার মধ্যেও ছিল আভিজাত্য। এদিনের জন্য কালো রঙের বিশেষ এই পোশাক বেছে নিয়েছিলেন তিনি।

লুই ভিতোঁর ব্র্যান্ড অ্যাম্বাসডর হলেন দীপিকা পাড়ুকোন। তাঁর পুরো লুকেও ছিল সেই হলিউডের ক্লাসিক টাচ। সেই অর্থে দীপিকার লুক ছিল সাদামাটা। কিন্তু তার মধ্যেও ছিল আভিজাত্য। এদিনের জন্য কালো রঙের বিশেষ এই পোশাক বেছে নিয়েছিলেন তিনি।

3 / 8
সুইটহার্ট নেকলাইনের এই পোশাকের সঙ্গে ডায়মন্ডের স্টেটমেন্ট নেকলেস পরেছিলেন। আর তাতেই যেন তাঁর রূপ ছিটকে আসছিল। একই নেকলেস দেখা গিয়েছিল লেডি গাগার গলাতেও।

সুইটহার্ট নেকলাইনের এই পোশাকের সঙ্গে ডায়মন্ডের স্টেটমেন্ট নেকলেস পরেছিলেন। আর তাতেই যেন তাঁর রূপ ছিটকে আসছিল। একই নেকলেস দেখা গিয়েছিল লেডি গাগার গলাতেও।

4 / 8
অধিকাংশ সময়ই অল-ব্যাক ভিন্টেজ গাউন পরতে ভালবাসেন লেডি গাগা। তাঁর পছন্দের রং কালো। আর তাই গাগা আর গাউন যেন সমার্থক। ২০১৯ সালের অস্কারের মঞ্চে এই কালো গাউনের সঙ্গে ডায়মন্ড আর পোখরাজ বসানো স্টেটমেন্ট নেকলেস পরেছিলেন গাগা। ঘটনাচক্রে দীপিকাও এমন নেকলেস বেছে নিয়েছিলেন।

অধিকাংশ সময়ই অল-ব্যাক ভিন্টেজ গাউন পরতে ভালবাসেন লেডি গাগা। তাঁর পছন্দের রং কালো। আর তাই গাগা আর গাউন যেন সমার্থক। ২০১৯ সালের অস্কারের মঞ্চে এই কালো গাউনের সঙ্গে ডায়মন্ড আর পোখরাজ বসানো স্টেটমেন্ট নেকলেস পরেছিলেন গাগা। ঘটনাচক্রে দীপিকাও এমন নেকলেস বেছে নিয়েছিলেন।

5 / 8
শুধু দীপিকাই নন, এবছর RRR-এর টিমও অস্কারের মঞ্চে উপস্থিত হয়েছিল কালো পোশাকে। ডিজাইনার গৌরব গুপ্তা পুরো টিমের জন্য পোশাক ডিজাইন করেছিলেন। কালো রঙের শেরওয়ানিতে ছিল সূক্ষ্ম এমব্রয়ডারি করা।

শুধু দীপিকাই নন, এবছর RRR-এর টিমও অস্কারের মঞ্চে উপস্থিত হয়েছিল কালো পোশাকে। ডিজাইনার গৌরব গুপ্তা পুরো টিমের জন্য পোশাক ডিজাইন করেছিলেন। কালো রঙের শেরওয়ানিতে ছিল সূক্ষ্ম এমব্রয়ডারি করা।

6 / 8
অস্কারের মঞ্চে প্রেজেন্টার হিসেবে দেখা মিলবে দীপিকা পাড়ুকোনের, একথা শোনার পর থেকেই সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাঁকে দেখার জন্য। কান চলচ্চিত্র উৎসবেও তাঁর লুক মুগ্ধ করেছিল দর্শককে। আর এবারেও তিনি বাজিমাত করলেন রেড কার্পেটে।

অস্কারের মঞ্চে প্রেজেন্টার হিসেবে দেখা মিলবে দীপিকা পাড়ুকোনের, একথা শোনার পর থেকেই সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাঁকে দেখার জন্য। কান চলচ্চিত্র উৎসবেও তাঁর লুক মুগ্ধ করেছিল দর্শককে। আর এবারেও তিনি বাজিমাত করলেন রেড কার্পেটে।

7 / 8
এত কিছুর মধ্যে নজর কাড়ল দীপিকার ঘাড়ের ট্যাটু। যেখানে লেখা ছিল 82°E। যা আসলে দীপিকার নতুন বিউটি ব্র্যান্ডকে ট্রিবিউট। বিদেশি ব্র্যান্ডের নামী দামী প্রসাধনীর সঙ্গে পাল্লা দেয় দীপিকার 82°E। মানুষের কাছে আরও সহজে পৌঁছে যাওয়ার লক্ষ্যেই তাঁর এই প্রয়াস

এত কিছুর মধ্যে নজর কাড়ল দীপিকার ঘাড়ের ট্যাটু। যেখানে লেখা ছিল 82°E। যা আসলে দীপিকার নতুন বিউটি ব্র্যান্ডকে ট্রিবিউট। বিদেশি ব্র্যান্ডের নামী দামী প্রসাধনীর সঙ্গে পাল্লা দেয় দীপিকার 82°E। মানুষের কাছে আরও সহজে পৌঁছে যাওয়ার লক্ষ্যেই তাঁর এই প্রয়াস

8 / 8

Latest News Updates

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla