Saree Draping: প্রথমবার নিজে শাড়ি পরবেন? কাজে লাগবে দারুন এই টিপস

Style With Saree: শাড়ি দুর্দান্ত আর ব্লাউজ মান্ধাতার আমলের। মোটেই জমবে না। এখানে কায়দা করতে পারেন। এতদিন আপনার সংগ্রহে থাকা ক্রপটপগুলি ব্যবহার করতে পারেন। ফিউজ়ন পোশাক হিসেবে ফ্যাশনিস্তারা মনে করেন, এই স্টাইল চলতি, আবার বানিয়েও পরতে পারেন

Saree Draping: প্রথমবার নিজে শাড়ি পরবেন? কাজে লাগবে দারুন এই টিপস
শাড়ি পরার সহজ টিপস
Follow Us:
| Edited By: | Updated on: Nov 24, 2023 | 9:15 AM

এখনকার অধিকাংশ মেয়েই ঠিক করে শাড়ি পরতে পারেন না। বলা ভাল সেই আত্মবিশ্বাসও থাকে না। আগেকার দিনে ছোট থেকেই মেয়েরা শাড়ি পরত। ফ্রক ছেড়ে সেই যে শাড়ি ধরত তা চলতেই থাকত। এছাড়াও সিকুল-কলেজে শাড়ি পরতে হত। শাড়ি পরেই বাড়ির যাবতীয় কাজ সামলে চলত। যে কারণে শাড়ি সামলাতে কোনও রকম অসুবিধে হত না। এখন মেয়েরা জিনস, সালোয়ারে বেশি অভ্যস্ত। শাজডি পরতে চাইলে হাতের সামনেই পাওয়া যায় প্রফেশনালসদের খোঁজ। শাড়ি ছাড়াও এমন পোশাক এখন পাওয়া যায় যে শাড়ি না হলেও চলে যায়। এছাড়াও রেডি টু ওয়্যার শাড়ি থাকে। যেখানে কুঁচি, আঁচল আলাদা করা থাকে। শুধু গুঁজে নিলেই হল। তাই এই রকম শাড়িও এখন খুব জনপ্রিয়। তবে যেমনই পোশাক থাকুক না কেন শাড়ির কোনও তুলনা নেই। ইউটিউবে সহজ পদ্ধতিতে শাড়ি পরার অনেক ভিডিয়োও পাওয়া যায়। আজ রইল কিছু সহজ টিপস। এই পদ্ধতি মেনে শাড়ি পরলে একটা সেফটিপিনেই কাজ হয়ে যাবে।

প্রথমবার শাড়ি পরার সময় ভারী ফ্যাব্রিক কিংবা জটিল কোনও ফ্যাব্রিক বাছবেন না। যেমন – সিল্ক, ব্রোকেড, বেনারসী, তাঁত। হ্যান্ডলুম কিংবা নাইলন সবচেয়ে উপযুক্ত। সহজেই ম্যানেজ করা যায়। শাড়ির ওজন যেন বেশি না হয়। মুশকিলে পরবেন।

আঁচল না ছেড়ে প্লিট করে নিতে পারলেই ভাল। এতে সমস্য়া অনেক কম হয়। সামলে চলতেও সুবিধে হয়। যদি ডিজাইনার কোনও শাড়ি পরেন তাহলে একটা সেফটিপিন হলেই চলবে। বেশি হলে শাড়ি ছিঁড়ে যাওয়ার ভয় থাকে।
উচ্চতা ও শরীরের স্থুলতা বুঝে সায়া বাছুন। মাপ অনুযায়ী সায়া বানিয়ে নিতে পারেন। শাড়ি পরার আগে সায়ার দড়ি শক্ত করে বাঁধুন। হালকা বাঁধলে শাড়ি খুলে যেতে পারে।  তবে ভুল করেও সার্টিনের সায়া কিনবেন না। এতে খুবই সমস্যা হয়। এই সায়া থেকে শাড়ি স্লিপ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে।
শাড়ি পরার আগে জুতো গলিয়ে নিন পায়ে। পরুন সায়া। তারপর শাড়ি। এর কারণ, জুতোর উচ্চতা অনুযায়ী পেটিকোট পরতে হবে। পেটিকোটের আকার অনুযায়ী শাড়ি গুঁজে পরতে হবে। গোড়ালির উপরে যেন শাড়ি না থাকে। তেমনটা হলে ফ্যাশন ফঁ পা! তবে একটা বিষয় মাথায় রাখুন, খুব বেশি হিলওয়ালা জুতো পরবেন না। পরলে নিজের উপর আত্মবিশ্বাস রাখতে হবে। ভয় পেলে হোঁচট খেতে পারেন।